kalerkantho

জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান

১।         কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদের জন্য ম্যাক্রো মৌল হিসেবে কাজ করে?

            i. সালফার            ii. ম্যাগনেসিয়াম

            iii. মলিবডেনাম

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

২।         উদ্ভিদ কর্তৃক পানি থেকে গৃহীত পুষ্টি উপাদান হলো—

            i. নাইট্রোজেন        ii. হাইড্রোজেন

            iii. অক্সিজেন

            নিচের কোনটি সঠিক?

            ক) র, রর            খ) র, ররর

            গ) রর, ররর         ঘ) র, রর ও ররর

৩।         DNA, RNA, ATP প্রভৃতির গাঠনিক উপাাদন কোনটি?

            ক) নাইট্রোজেন       খ) ম্যাগনেসিয়াম

            গ) ক্যালসিয়াম       ঘ) ফসফরাস

৪।         কোনটি অ্যামিনো এসিড সংশ্লেষণের জন্য প্রয়োজন?

            ক) বোরন খ) মলিবডেনাম

            গ) ক্লোরিন            ঘ) দস্তা

৫।         ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?

            ক) দস্তা   খ) ফসফরাস

            গ) ম্যাঙ্গানিজ         ঘ) তামা

৬।         কোনটির মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন?

            ক) টমেটো            খ) সূর্যমুখী

            গ) সুগারবিট          ঘ) আলু

৭।         কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমিষ রয়েছে?

            ক) গরু ও খাসির মাংসে

            খ) মসুর ডাল ও মুরগির মাংসে

            গ) ইলিশ ও চিংড়িতে            ঘ) ডিম ও ছোলায়

৮।         একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে কত গ্রাম চর্বির প্রয়োজন

            ক) ৩০-৪০          খ) ৪০-৫০

            গ) ৫০-৬০           ঘ) ৬০-৭০

৯।         কোনটিতে ভিটামিন ‘ডি’ থাকে না?

            ক) ভোজ্য তেল       খ) বাঁধাকপি

            গ) দুগ্ধজাতদ্রব্য      ঘ) মাখন

১০।       চর্বিতে কোন ভিটামিন থাকে?

            ক) বি     খ) সি

            গ) ই      ঘ) কে

১১।       পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

            ক) এ     খ) বি

            গ) ডি     ঘ) কে

১২।       কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা যায়?

            ক) ভিটামিন ‘এ’     খ) ভিটামিন ‘বি’১২

            গ) ভিটামিন ‘সি’     ঘ) ভিটামিন ‘ডি’

১৩।       ক্লোরোসিস হয়—

            i. N-এর অভাবে    ii. S-এর অভাবে

            iii. Fe-এর অভাবে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) ii, iii

            গ) i, iii  ঘ) i, ii ও iii

১৪।       কোনটির মধ্যে উপাদান হিসেবে লৌহ থাকে না?

            ক) লালশাক          খ) ডিমের কুসুম

            গ) কচুশাক           ঘ) কলিজা

১৫।       রহিমের উচ্চতা ১.২৫ মিটার এবং ওজন ৪০ কেজি। রহিমের বিএমআই কত?

            ক) ২৬.৬ খ) ২৫.৬

            গ) ২৪.৬  ঘ) ২৭.৬

            উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬।       কোন এনজাইম শ্বেতসার পরিপাকে অংশ নেয়?

            ক) টায়ালিন          খ) পেপসিন

            গ) লাইপেজ          ঘ) ট্রিপসিন

১৭। রোটা ভাইরাস আক্রমণে কোন রোগ হয়?

            ক) কলেরা            খ) ডায়রিয়া

            গ) আমাশয়           ঘ) হেপাটাইটিস      

            অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রহিম সাহেবের ওজন ১০০ কেজি। উচ্চতা ১৬৫ সেন্টিমিটার এবং বয়স ৪৫ বছর।

১৮।       রহিম সাহেবের BMR কত?

            ক) ১৯৫২ ক্যালরি   খ) ১৯৫৫ ক্যালরি

            গ) ১৯৬০.৪ ক্যালরি            ঘ) ২০৩৯.১৬ ক্যালরি

১৯।       রহিম সাহেবের—

            i. BMl-এর মান ৩৮.৭৮

            ii. মোটা হওয়ার দ্বিতীয় স্তর

            iii. চর্বিযুক্ত খাবার পরিহার করা উচিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

২০।       ১৫ কিলোক্যালরি = কত জুল?

            ক) ৬২,৭০০         খ) ৬২,৮০০

            গ) ৬২,৯০০          ঘ) ৬৩,৭০০

২১।       আমাদের খাদ্যতালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?

            ক) ২৫    খ) ২০

            গ) ১৫    ঘ) ১৩

২২।       খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো—

            i. সোডিয়াম বাই সালফেট

            ii. ডিডিটি

            iii. ক্যালসিয়াম এপারনেট

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

২৩।       গ্যাস্ট্রিক আলসার মারাত্মক হলে কোনটি ঘটে?

            ক) পাতলা পায়খানা  খ) মাথাব্যথা

            গ) বমি    ঘ) কোষ্ঠকাঠিন্য

২৪।       কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি?

            ক) অগ্ন্যাশয়          খ) লালাগ্রন্থি

            গ) যকৃত  ঘ) গ্যাস্ট্রিক গ্রন্থি

উত্তর

 ১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. গ।মন্তব্য