kalerkantho


এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ সখীপুর, টাঙ্গাইল   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান প্রথম পত্র

Agaricus-এর জনন অংশ হলো ফ্রুটবডি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

 

১।         কোন ছত্রাকে Coenocytic মাইসেলিয়াম থাকে?

            ক) Penicillium  খ) Agaricus

            গ) Aspergillus   ঘ) Mucor

২।         ছত্রাকের কনিডিয়ার সঞ্চিত বস্তু কী?

            ক) সেলুলোজ         খ) গ্লাইকোজেন

            গ) তেল বিন্দু         ঘ) স্টার্চ

৩।         ছত্রাকের যৌন জননের ধাপ কয়টি?

            ক) ১ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৪।         কোন প্রকৃতকোষী উদ্ভিদের দেহকোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়?

            ক) শৈবালে           খ) মসে

            গ) ফার্নে  ঘ) ছত্রাকে

৫।         ছত্রাকের মাইসেলিয়াম কোষপ্রাচীর তৈরি হয় কোনটি দিয়ে?

            ক) সেলুলোজ         খ) কাইটিন

            গ) কিউটিন           ঘ) পেকটিন

৬।         পরজীবী ছত্রাক যে বিশেষ হাইফার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে তাকে বলে—

            ক) মাইসেলিয়াম     খ) মাইকোরাইজা

            গ) রাইজোমর্ফ        ঘ) হস্টোরিয়াম

৭।         বর্ণাধার নেই এমন উদ্ভিদ হলো—

            ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া

            গ) শৈবাল ঘ) মস

৮।         Agaricus-এর জনন অংশ কোনটি?

            ক) মাইসেলিয়াম     খ) ফ্রুটবডি

            গ) হাইফি ঘ) রাইজোমর্ফ

            চিত্রটি লক্ষ করে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৯।         চিত্রের উদ্ভিদটি কোন ধরনের?

            ক) শৈবাল           

            খ) ছত্রাক

            গ) মস   

            ঘ) ফার্ন

১০।       চিত্রের উদ্ভিদটি ব্যবহৃত হয়—

            i. খাদ্য হিসেবে

            ii. মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণে

            iii. শিল্প ও বাণিজ্যে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii               খ) i, iii              গ) ii, iii             ঘ) i, ii ও iii

            চিত্রটি লক্ষ করে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

১১।       উদ্দীপকটি কোন ধরনের অণুজীব?

            ক) Aspergillus  খ) Penicillium

            গ) Saprolegnia  ঘ) Saccharomyces

১২।       অণুজীবটি ব্যবহৃত হয়—

            i. রুটিশিল্পে

            ii. গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে

            iii. জৈব এসিড তৈরিতে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

১৩।       Agaricus-এর ফ্রুটবডির নাম কী?

            ক) ব্যাসিডিওকার্প    খ) কনিডিয়োফোর

            গ) অ্যাসকোকার্প     ঘ) রাইজোমরফ

উত্তর

১. ঘ ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ক।মন্তব্য