kalerkantho

জানা-অজানা

সিমোস

[নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে সিমোসের কথা উল্লেখ আছে]

হাবিব তারেক   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০সিমোস

কম্পিউটারের মাদারবোর্ডে সিমোস বা কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। সিমোস কিছু ডাটা জমা রাখতে পারে। সিমোসে হাতঘড়ির ব্যাটারির মতো একটি ব্যাটারি থাকে।

কম্পিউটার বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ খুলে রাখার অনেক পর চালু করলেও কম্পিউটারের সময় ঠিক থাকে। এর কারণ সিমোস। কম্পিউটারে সেট করা সময় সিমোসে সংরক্ষিত থাকে। বৈদ্যুতিক সংযোগ না থাকলেও সিমোসের ব্যাটারির মাধ্যমে সে ডাটা বহাল থাকে।

 

কম্পিউটারের বায়োসের (বেসিক ইনপুট-আউটপুট সিস্টেম) সেটিং পরিবর্তন হয়ে গেলেও সিমোস দিয়ে তা স্বাভাবিক অবস্থায় আনা যায়। সিমোসের ব্যাটারি কিছুক্ষণ খুলে আবার লাগালে বায়োসের সেটিং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।

            মন্তব্য