kalerkantho

এসএসসি প্রস্তুতি

হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০হিসাববিজ্ঞান

লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে দুই তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন

১।        হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো—

            (ক) ফলাফল নির্ণয়          

            (খ) আর্থিক অবস্থা নির্ণয়

            (গ) ব্যয় নিয়ন্ত্রণ

            (ঘ) সবগুলো

২।        লুকা প্যাসিওলি কত খ্রিস্টাব্দে দুই তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?

            (ক) ১২৯৪ খ্রিস্টাব্দে

            (খ) ১৪৯৪ খ্রিস্টাব্দে

            (গ) ১৮৯৪ খ্রিস্টাব্দে

            (ঘ) ১৯৯৪ খ্রিস্টাব্দে

৩।        হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটি?

            (ক) ঋণ প্রদানকারী         

            (খ) পাওনাদার

            (গ) কর্মচারী ও কর্মকর্তা

            (ঘ) ব্যবস্থাপক

৪।        দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। এখানে লেনদেনের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

            (ক) দৃশ্যমানতা   

            (খ) অদৃশ্যমানতা

            (গ) ঐতিহাসিক ঘটনা

            (ঘ) দ্বৈতসত্তা

৫।        ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলে?

            (ক) সম্পদ          (খ) আয়

            (গ) ব্যয়             (ঘ) দায়

৬।        মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধের কারণে হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাব দেখাবে?

            (ক) দায় হ্রাস ও মালিকানাস্বত্ব হ্রাস

            (খ) দায় হ্রাস ও সম্পদ হ্রাস

            (গ) দায় হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

            (ঘ) সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

            নিচের তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            মি. সুজা তাঁর ব্যবসায়ের হিসাব বইতে নিম্নোক্ত লেনদেনগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লিপিবদ্ধ করেন।

            জানুয়ারি-১ : বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।

            জানুয়ারি-৫ : কর্মচারী রশিদকে জানুয়ারি মাসের বেতন প্রদান ২,০০০ টাকা।

৭।        জানুয়ারি-১ তারিখের লেনদেনের পক্ষ দুটি কী কী?

            (ক) ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব

            (খ) নগদান হিসাব ও বিক্রয় হিসাব

            (গ) পণ্য হিসাব ও ক্রয় হিসাব

            (ঘ) ক্রয় হিসাব ও নগদান হিসাব

৮।        জানুয়ারি-৫ তারিখের লেনদেনের ক্রেডিট হিসাব খাত কোনটি?

            (ক) বেতন হিসাব

            (খ) রশিদ হিসাব

            (গ) নগদান হিসাব

            (ঘ) অগ্রিম বেতন হিসাব

৯।        আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে কোনটি করা হয়?

            (ক) রেওয়ামিল   

            (খ) সমন্বয় দাখিলা

            (গ) কার্যপত্র    

            (ঘ) সমাপনী দাখিলা

১০।      একটি নির্দিষ্ট সময় শেষে লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে অন্তত কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়?

            (ক) ২টি (খ) ৩টি

            (গ) ৪টি (ঘ) ৫টি

১১।      মুনাফাজাতীয় ব্যয় হলো—

            i. অফিসে ব্যবহারের উদ্দেশ্যে কাগজ, কালি ও কলম ক্রয়

            ii. ব্যবসায়ে ব্যবহারের জন্য ফ্রিজ ক্রয়

            iii বিক্রয়ের উদ্দেশে কম্পিউটার ক্রয়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i, ii (খ) i, iii

            (গ) ii, iii (ঘ) i, ii ও iii

১২।      মূলধনজাতীয় প্রাপ্তি ও মূলধনজাতীয় ব্যয়ের ভিত্তিতে কোন বিবরণীটি প্রস্তুত করা হয়?

            (ক) বিশদ আয় বিবরণী

            (খ) মালিকানাস্বত্ব বিবরণী

            (গ) আর্থিক অবস্থার বিবরণী

            (ঘ) রেওয়ামিল

১৩।      ক্যালকুলেটর, পেপারওয়েট ইত্যাদি ক্রয়ের সঙ্গে কোনটি সংশ্লিষ্ট?

            (ক) মনিহারি হিসাব

            (খ) অফিস সরঞ্জাম

            (গ) অফিস সাপ্লাইজ

            (ঘ) যন্ত্রপাতি

১৪।      ক্রেডিট শব্দের অর্থ কী?

            (ক) বাঁ   (খ) ডান

            (গ) সম্পদ          (ঘ) ব্যয়

            উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            জনাব একরাম ২০১৭ সালের ১ মে নগদ ২০,০০০ টাকা এবং ব্যক্তিগত ঋণ ১০,০০০ টাকা নিয়ে মুদি ব্যবসায় আরম্ভ করেন। মে-১০ তারিখে কারবারের ব্যবহারের জন্য ৫,০০০ টাকা দিয়ে একটি সিলিং ফ্যান ক্রয় করেন। মে-২০ তারিখে কারবার থেকে ২,০০০ টাকা উত্তোলন করেন।

১৫।      জনাব একরামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?

            (ক) ১০,০০০ (খ) ১৮,০০০

            (গ) ২০,০০০ (ঘ) ৩০,০০০

১৬।      মে-১০ তারিখের লেনদেনটি কোথায় লিপিবদ্ধ হবে?

            i. ক্রয় জাবেদায় ii. নগদান বইতে iii. প্রকৃত জাবেদায়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i, ii    (খ) i, iii

            (গ) ii, iii  (ঘ) i, ii ও iii

১৭।      কোনটি মূল খতিয়ান?

            (ক) ক হিসাব, খ হিসাব

            (খ) অ হিসাব, আ হিসাব

            (গ) দেনাদার হিসাব

            (ঘ) মি. রফিক হিসাব

১৮।      ‘খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী’ এটি হলো—

            (ক) জাবেদার অসুবিধা

            (খ) খতিয়ানের সুবিধা

            (গ) খতিয়ানের গুরুত্ব

            (ঘ) জাবেদা ও খতিয়ানের পার্থক্য

১৯।      কাশেমকে তার পাওনা পরিশোধের সময় কিছু টাকা কম পরিশোধ করা হলে উক্ত কম টাকাকে কী বলে?

            (ক) প্রাপ্ত বাট্টা     (খ) প্রদত্ত বাট্টা (গ) ক্রয় বাট্টা          (ঘ) বিক্রয় বাট্টা

২০।      বর্তমানে কোন ধরনের নগদান বইয়ের ব্যবহার কমছে?

            (ক) নগদপ্রাপ্তি জাবেদা

            (খ) খুচরা নগদান বই

            (গ) এক ঘরা নগদান বই

            (ঘ) তিন ঘরা নগদান বই

২১।      নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে—

            i. অনাদায়ী পাওনা

            ii. ৫০০ টাকা উত্তোলন

            iii. নগদে ১,০০০ টাকার পণ্য ক্রয়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i, ii  (খ) i, iii

            (গ) ii, iii (ঘ) i, ii ও iii

২২।      কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?

            (ক) উপভাড়া

            (খ) কমিশনপ্রাপ্তি

            (গ) শিক্ষানবিশ সেলামি

            (ঘ) বীমা সেলামি

২৩।      কোনটির সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়?

            (ক) জাবেদা (খ) খতিয়ান

            (গ) রেওয়ামিল

            (ঘ) হিসাব সমীকরণ

২৪। ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’—ভাড়া হিসাবে সমন্বয় করার ফলে—

             i. ব্যয় বৃদ্ধি পায়

            ii. সম্পদ বৃদ্ধি পায়

            iii. দায় বৃদ্ধি পায়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i, ii  (খ) i, iii

            (গ) ii, iii (ঘ) i, ii ও iii

২৫।      নিচের কোনটি কারবারের জন্য দীর্ঘস্থায়ী দায়?

            (ক) পাওনাদার   

            (খ) ব্যাংক ও/ডি

            (গ) মূলধন

            (ঘ) দেয় বিল

            উদ্দীপক পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            জনাব আব্দুল কুদ্দুস একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে পাইকারি দরে আম ক্রয় করে ঢাকায় বিক্রয় করেন। তথ্যাবলি নিম্নরূপ—

            প্রতি কেজি ৪০ টাকা দরে ২ কুইন্টাল ক্রয়

            পরিবহন খরচ ২,০০০ টাকা

            কুলি খরচ ৫০০ টাকা

            বিক্রয় প্রতি কেজি ৬০ টাকা

২৬।      জনাব কুদ্দুসের মোট ক্রয় মূল্যের পরিমাণ কত টাকা?

            (ক) ২৫০০ টাকা

            (খ) ৮০০০ টাকা

            (গ) ১০০০০ টাকা

            (ঘ) ১০৫০০ টাকা

২৭।      জনাব কুদ্দুসের প্রতি কেজিতে লাভ কত হবে?

            (ক) ২০ টাকা (খ) ১০ টাকা

            (গ) ৭.৫০ টাকা

            (ঘ) ৫.৫০ টাকা

২৮।      হিসাববিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি পরিবার কেমন প্রতিষ্ঠান?

            (ক) মুনাফাভোগী প্রতিষ্ঠান

            (খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান

            (গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান

            (ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান

২৯। পরিবারের বেশির ভাগ লেনদেন সংঘটিত হয়—

            i. নগদে ii. চেকে iii. ধারে

            নিচের কোনটি সঠিক?

            (ক) i   (খ) i, ii

            (গ) iii  (ঘ) ii ও iii

৩০।      পারিবারিক বাজেট তৈরি হয় নিচের কোনটির ভিত্তিতে?

            (ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে (খ) প্রকৃত আয়ের ভিত্তিতে (গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে

            (ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে    

 

উত্তর

১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. গ।মন্তব্য