kalerkantho


একাদশ শ্রেণি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

অর্থায়নের সূচনা

 

১।  সম্পদ সমাধিকরণে নিচের কোনটি বিবেচনাবহির্ভূত?

    ক) নগদ প্রবাহ              খ) ঝুঁকির পরিমাণ

    গ) স্বল্পমেয়াদি মুনাফা         ঘ) শেয়ার মূল্য বৃদ্ধি

২।  অর্থায়নের প্রথম কাজ কোনটি?

    ক) মূলধন সংরক্ষণ            খ) তহবিল বণ্টন    

    গ) স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা   ঘ) তহবিল সংগ্রহ

৩।  একটি বিনিয়োগ প্রকল্পে ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত?

    ক) ঝুঁকি মুনাফানীতি           খ) উপযুক্ততার নীতি

    গ) বৈচিত্রায়নের নীতি          ঘ) তারল্য নীতি

৪।  মুদ্রাস্ফীতি কারণে বৃদ্ধি পায়—

    i. কাঁচামালের মূল্য

    ii. উৎপাদনখরচ   

    iii. দ্রব্যমূল্য

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

৫।  অর্থায়নের বিবেচ্য বিষয় হলো—

    i. অর্থের উৎসসমূহ

    ii. অর্থের পরিমাণ

    iii. অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

৬।  পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হলো—

    i. বাজার নিয়ন্ত্রণ   

    ii. মুনাফা বৃদ্ধি    

    iii. ঝুঁকি হ্রাস

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

৭।  একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী?

    ক) সামাজিক কল্যাণ           খ) মুনাফা সমাধিকরণ

    গ) ব্যবসায় সম্প্রসারণ          ঘ) সম্পদ সর্বাধিকরণ

৮।  ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক কিরূপ?

    ক) ধনাত্মক                খ) ঋণাত্মক

    গ) সমান্তরাল                ঘ) নিরপেক্ষ

৯।  সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ অর্থায়নের কোন কাজের অন্তর্গত?

    ক) সম্পদ ব্যবস্থাপনা          খ) মূলধন বাজেটিং

    গ) তহবিল সংগ্রহ            ঘ) লভ্যাংশ বণ্টন

১০। তারল্য বৃদ্ধি পেলে—

    i. ব্যয় হ্রাস পায়   

    ii. মুনাফা হ্রাস পায়

    iii. মুনাফা বৃদ্ধি পায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

১১। আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় না তাকে কী বলে?

    ক) নিট মুনাফা              খ) সংরক্ষিত তহবিল

    গ) লভ্যাংশ                ঘ) তারল্য

 

উত্তর

১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. খ।মন্তব্য