kalerkantho


অষ্টম শ্রেণি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নিরাপত্তা বাড়াতে অনেক ওয়েবসাইটেই এখন Captcha ব্যবহার হচ্ছে। এখানে কয়েকটি সংখ্যা বা অক্ষর এলোমেলো করে সাজানো থাকে, তা দেখে হুবহু টাইপ করতে হয়।

আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তৃতীয় অধ্যায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

নিরাপদ ও নৈতিক ব্যবহার

বহু নির্বাচনী প্রশ্ন

১।     নিচের কোনটি অপরাধজগতে নতুন?

        ক. চুরি                খ. ডাকাতি 

        গ. সাইবার অপরাধ         ঘ. ছিনতাই

২।     জেরুজালেম কিসের নাম?

        ক. ভাইরাস  খ. ম্যালওয়্যার 

        গ. মোবাইল  ঘ. দেশ

৩।     ভাইরাসের নামকরণ করেন কে?

        ক. নিউম্যান  খ. হিউম্যান

        গ. কোহেন  ঘ. মোহন

৪।     ক্যালসি কোন দেশের অধিবাসী?

        ক. জাপান    খ. কুইবেক 

        গ. অস্ট্রিয়া  ঘ. বাংলাদেশ

৫।     সাইবার অপরাধের বড় একটা অংশ হচ্ছে—

        ক. স্প্যাম     খ. হ্যাকিং 

        গ. হুমকি     ঘ. প্রতারণা

৬।     কোন প্রগ্রাম নিজের কপি তৈরি করতে পারে?

        ক. অ্যাভাস্ট খ. নরটন

        গ. পান্ডা     ঘ. ভাইরাস

৭।     পাসওয়ার্ডের পর Captcha লিখতে হয় কেন?

        ক. আনন্দের জন্য    খ. নিরাপত্তার জন্য

        গ. লেখালেখির জন্য  ঘ. খেলাধুলার জন্য

৮।     বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?

        ক. হুকওয়ার্ম         খ. লকওয়ার্ম 

        গ. মরিসওয়ার্ম       ঘ. রুট

৯।     কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?

        ক. ট্রোজান হর্স    খ. ডাটাবেজ

        গ. নরটন           ঘ. ফটোশপ

১০। চেরনোবিল কোন ভাইরাসটিকে বলা হয়?

        ক. ক্রিপার           খ. ব্রেইন

        গ. সিআইএইচ      ঘ. চুয়ান

 

উত্তর :        ১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ।


মন্তব্য