kalerkantho


এইচএসসি প্রস্তুতি

সমাজবিজ্ঞান প্রথম পত্র

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০সমাজবিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায়

সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ

সৃজনশীল প্রশ্ন

 

উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

কোরীয় উপদ্বীপের উত্তর অংশ নিয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ অংশ নিয়ে দক্ষিণ কোরিয়া রাষ্ট্র গঠিত হয়। উত্তর কোরিয়ার অর্থব্যবস্থা (উৎপাদন, বণ্টন, ভোগ) পরিচালিত হয় সমাজতান্ত্রিক পদ্ধতিতে। পাশাপাশি সমাজ ও সমাজকাঠামোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সমাজ ও সমাজকাঠামোতে প্রতিযোগিতা, যোগ্যতা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবে সেখানে পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে উঠেছে।

ক)     উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয় ইত্যাদি কোন বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়?

খ)     কাঠামোবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ)     উদ্দীপকে সমাজবিজ্ঞানের সঙ্গে কোন বিষয়টির সম্পর্ক দেখানো হয়েছে? উক্ত বিষয়ের সঙ্গে সমাজবিজ্ঞানের সাদৃশ্য ব্যাখ্যা করো।

ঘ)     উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের সঙ্গে সমাজবিজ্ঞানের পার্থক্য বিশ্লেষণ করো।

 

উত্তর :

ক)     উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয় ইত্যাদি অর্থনীতি বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়।

খ)     মানুষের কর্মকাণ্ড ও তৎপরতার অন্তর্নিহিত তাৎপর্য খোঁজার কাঠামো বা জ্ঞানগত টুল হলো কাঠামোবাদ। কাঠামোবাদ অনুযায়ী সামাজিক উপাদানগুলো একটির সঙ্গে অন্যটি পারস্পরিক কার্যকারণসূত্রে আবদ্ধ, যা বস্তুত একটি পূর্ণাঙ্গ কাঠামোয় রূপ নেয়। অর্থাৎ সমাজ বিশ্লেষণ করার অর্থ হচ্ছে সমাজের কাঠামো বিশ্লেষণ করা। সমাজবিজ্ঞানী স্পেন্সর, ডুর্খেইম প্রমুখ মনে করেন, সমাজ বিশ্লেষণে সমাজের বিভিন্ন একক যেমন ব্যক্তি, পরিবার, দল প্রভৃতির ভূমিকা, কার্যাবলি এবং একটির সঙ্গে অন্যটির কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হচ্ছে সমাজকাঠামো।

গ)     উদ্দীপকে সমাজবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক দেখানো হয়েছে। সমাজবিজ্ঞান ও অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞানের অংশ। ভূমি, রাজস্ব, ভূমিনীতি, করনীতি প্রভৃতি বিষয়ের সামাজিক তাৎপর্য অর্থনীতি ও সমাজবিজ্ঞান উভয়েরই আলোচ্য বিষয়। খাদ্য সমস্যা, দারিদ্র্য, বেকারত্ব, বাণিজ্য সমস্যা প্রভৃতি সমাজবিজ্ঞান ও অর্থনীতির আলোচ্য বিষয়। এ ছাড়া অর্থনৈতিক কোনো পরিবর্তন যেমন সামাজিক পরিবর্তনের কারণ হতে পারে, ঠিক তেমনি সামাজিক পরিবর্তনও অর্থনৈতিক পরিবর্তনের কারণ ঘটাতে পারে।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, অর্থনীতি ও সমাজবিজ্ঞান উভয়ের মধ্যে উল্লেখযোগ্য মিল আছে, যদিও উভয়ই স্বতন্ত্র ও আলাদাভাবে সামাজিক বিজ্ঞানের অংশ।

ঘ)     উদ্দীপকে সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উভয় শাস্ত্র পরস্পরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করলেও মৌলিক কিছু ক্ষেত্রে দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন—সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, সমাজকাঠামো ও মানব সম্পর্ক। অন্যদিকে অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সম্পদ উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয়, লগ্নি, মুনাফা অর্জন ইত্যাদি। সমাজবিজ্ঞানের তুলনায় অর্থনীতির ক্ষেত্র ক্ষুদ্রতর। কেননা সমাজবিজ্ঞান মানুষের গোটা সমাজজীবন নিয়ে আলোচনা করে আর অর্থনীতি শুধু মানুষের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের উপজীব্য বিষয় হলো সমাজবদ্ধ মানুষের সমষ্টিগত আচার-আচরণ। অর্থাৎ সমাজবিজ্ঞানের আলোচনা হলো সমাজকেন্দ্রিক, এ আলোচনা ব্যক্তিকেন্দ্রিক নয়। পক্ষান্তরে অর্থনীতির আলোচনায় মানুষের ব্যক্তিগত আচরণ ও কার্যকলাপ গুরুত্ব পায়। সমাজবিজ্ঞানের উৎপত্তির ইতিহাস খুব বেশি দিনের নয়। পক্ষান্তরে অর্থনীতির উৎপত্তি হয়েছে অনেক আগে। পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।     ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’—উক্তিটি কার?

        ক. ডুর্খেইমের                খ. অগাস্ট কোঁতের 

        গ. ইবনে খালদুনের         ঘ. অ্যারিস্টটলের

২।     মাক্সবাদী সমাজবিজ্ঞানীরা সমাজ বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন?

        ক. ৩         খ. ৪ 

        গ. ৫          ঘ. ৬

৩।     সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো— 

        i. যুক্তিনির্ভর

          ii. বৈজ্ঞানিক সূত্র

          iii. অযৌক্তিক

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii      খ. ii ও iii

        গ. i ও iii     ঘ. i, ii ও iii

৪।     অগাস্ট কোঁতের মতে—

          i. সমাজবিজ্ঞান সামাজিক কাঠামোর বিজ্ঞান

          ii. সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান

          iii. সমাজবিজ্ঞান সামাজিক গতিশীলতার বিজ্ঞান

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii      খ. ii ও iii

        গ. i ও iii      ঘ. i, ii ও iii

৫।     ভিকো সমাজকে কয় ভাগে ভাগ করেছেন?

        ক. ২          খ. ৩ 

        গ. ৪          ঘ. ৫

৬।     সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের উদ্দেশ্য?

        ক. সামাজিক পরিবর্তন     খ. সামাজিক স্তরবিন্যাস   

        গ. সামাজিক কাঠামো       ঘ. সমাজের বাস্তবতা

৭।     সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়—

        i. অধ্যয়ন পদ্ধতিতে

        ii. তাত্ত্বিকভাবে

        iii. আদর্শগতভাবে

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

৮।     মানুষের আবেগ, বুদ্ধিমত্তা, প্রেষণা ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?

        ক. চিকিৎসা সমাজবিজ্ঞান          খ. সামাজিক মনোবিজ্ঞান 

        গ. পরিবেশের সমাজবিজ্ঞান       ঘ. আইনের সমাজবিজ্ঞান

৯।     ভৌগোলিক পরিবেশের তারতম্যের জন্য কোথায় বিভিন্নতা পরিলক্ষিত হয়?

        ক. সমাজ ও সভ্যতায়       খ. সমাজ ও ঐতিহ্যে      

        গ. সমাজ ও সংস্কৃতিতে     ঘ. সমাজ ও প্রথায়

১০। আইনের সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হলো—

        i. আইন উদ্ভবের প্রেক্ষাপট

        ii. জনসংখ্যার ঘনত্বের সঙ্গে আইনের সম্পর্ক

          iii. সমাজে আইনের প্রভাব

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii      খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

১১। নগর সমাজবিজ্ঞানের মূল কথা—

        i. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা

        ii. শিল্পায়িত সমাজ প্রতিষ্ঠা

          iii. সভ্য সমাজ প্রতিষ্ঠা

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

১২। সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা রাখে—

        i. পরিকল্পনা প্রণয়নে

        ii. পরিকল্পনা বাস্তবায়নে

        iii. পরিকল্পনা পরিচালনায়

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

১৩।   রাইসা সমাজবিজ্ঞান অধ্যয়ন করে। এর ফলে সে উদ্বুদ্ধ হবে—

        i. অপরাধ সংঘটিতকরণে

        ii. সামাজিক দায়িত্ব পালনে

        iii. সামাজিক সমস্যা মোকাবিলায়

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii      খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

১৪।   ইতিহাসের গতিধারা সম্পর্কে কে গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রদান করেছেন?

        ক. মরিস জিন্সবার্গ  খ. ইবনে খালদুন   

        গ. জন মিলার                ঘ. আল ফারাবি

১৫। কার মতে মানুষ প্রাকৃতিকভাবে খারাপ?

        ক. ম্যাকিয়াভেলি    খ. হবস      

        গ. লক                ঘ. রুশো

 

উত্তর : ১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক  ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক।


মন্তব্য