kalerkantho


এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবুল কালাম আল মাহমুদ,প্রভাষক,অমৃত লাল দে মহাবিদ্যালয়,বরিশাল   

২০ মার্চ, ২০১৭ ০০:০০১।প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কাকে?

ক. বাৎসায়ন                  

খ. পতঞ্জলি

গ. কৌটিল্য                   

ঘ. চন্দ্রগোমী

২।ম্যাকিয়াভেলি রচিত গ্রন্থটি হলো—

ক. The Republic

খ. The Prince

গ. The Politics

ঘ. Civil Government

৩।কে সমাজকে অধিজৈবিক বলেছেন?

ক. অগাস্ট কোঁত               

খ. হার্বার্ট স্পেন্সার

গ. গিলক্রিস্ট                  

ঘ. গেটেল

৪।অগাস্ট কোঁতের মানবজীবনে স্তর হলো—

i. দৃষ্টবাদী  ii. অতীন্দ্রিয়  iii. ধর্মকেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                   

খ. ii ও iii

গ. i ও iii                   

ঘ. i, ii ও iii

৫।রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকার কোন ধরনের গবেষণার আশ্রয় নিলে ভালো হবে?

ক. অর্থনৈতিক                 

খ. রাজনৈতিক

গ. সমাজতান্ত্রিক                

ঘ. সামাজিক

৬।সংস্কৃতির সবচেয়ে আলোচিত সংজ্ঞা দিয়েছেন কোন নৃবিজ্ঞানী?

ক. শেপার্ড                   

খ. টেইলার

গ. বরার্টসন                   

ঘ. ক্রোবার

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৭।ছকে উল্লিখিত B উপাদান হচ্ছে—

i. রীতিনীতি                   

ii. শ্রদ্ধা

iii. চিন্তাভাবনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    

খ. ii ও iii

গ. i ও iii                   

ঘ. i, ii ও iii

৮।A উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?

ক. আদর্শ                    

খ. জ্ঞান

গ. চিন্তা                     

ঘ. ঘরবাড়ি

৯।নগর সংস্কৃতির স্বাভাবিক চিত্র হলো—

i. নিঃসঙ্গতা                   

ii. যান্ত্রিকতা

iii. বিচ্ছিন্নতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii                   

ঘ. i, ii ও iii

১০।প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন সমাজকে কত ভাগে ভাগ করেছেন?

ক. দুই ভাগে                  

খ. তিন ভাগে

গ. চার ভাগে                 

ঘ. পাঁচ ভাগে

১১।বাংলাদেশে প্রাপ্ত প্রত্ন সম্পদের মধ্যে রয়েছে—

i. ইমারতের ধ্বংসাবশেষ

ii. মন্দির

iii. বৌদ্ধ বিহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                   

খ. ii ও iii

গ. i ও iii                   

ঘ. i, ii ও iii

১২।সর্বপ্রাণবাদে বিশ্বাসী ছিল যে যুগের মানুষেরা—

i. প্রস্তর যুগ                   

ii. তাম্র-প্রস্তর যুগ

iii. আদি লৌহ যুগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                   

খ. ii ও iii

গ. i ও iii                   

ঘ. i, ii ও iii

১৩। আগুন ব্যবহারের ফলে মানুষের

i. জীবনযাত্রার মান উন্নত হয়

ii. খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়

iii. মানুষের দৈহিক পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    

খ. ii ও iii

গ. i ও iii                    

ঘ. i, ii ও iii

 

উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ।মন্তব্য