kalerkantho


তথ্যবহুল অধ্যায় থেকে বেশি প্রশ্ন থাকে

অর্থনীতি

আয়েশা মনোয়ারা, সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০তথ্যবহুল অধ্যায় থেকে বেশি প্রশ্ন থাকে

বহু নির্বাচনী প্রশ্ন :

► বহু নির্বাচনী অংশে সাধারণ প্রশ্নের পাশাপাশি বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকে। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে বিকল্প উত্তরগুলো ভালোভাবে পড়ে ঠাণ্ডা মাথায় উত্তর করবে। এ ক্ষেত্রে অনেক সময় একাধিক সঠিক উত্তর থাকে।

► অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকটি ভালোভাবে পড়ে বুঝে উত্তর করতে হবে।

► বহু নির্বাচনীর জন্য বোর্ড অনুমোদিত দুই-একটি বই পড়লেই হবে। সব অধ্যায়কে সমান গুরুত্ব দিতে হবে। তবে তথ্যবহুল অধ্যায়গুলো থেকে তুলনামূলক বেশি প্রশ্ন থাকতে পারে।

► যেসব তথ্য বা চিত্র সব বইয়ে (বোর্ড অনুমোদিত) আছে, সেগুলোর ওপর বেশি জোর দেবে।

 

সৃজনশীল প্রশ্ন :

সৃজনশীল পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৭টির উত্তর দিতে হবে। তাই সৃজনশীল পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা দুই-একটি অধ্যায়ের ওপর তুলনামূলক কম গুরুত্ব দিলেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব। এ ক্ষেত্রে প্রথম পত্রের ৮-৯টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পড়লেই সব উত্তর দিতে পারবে।

► প্রথম থেকেই সময় ভাগ করে নিয়ে উত্তর লেখার কাজটি করতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য ২০ মিনিট সময় পাওয়া যাবে।

► বহু নির্বাচনী পরীক্ষা যেহেতু আগে হবে, তাই সৃজনশীল পরীক্ষা দেওয়ার সময় এটি ছাত্র-ছাত্রীদের মানসিকতাকে প্রভাবিত করবে।

► সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই প্রশ্নটি ভালোভাবে পড়ে সর্বাধিক কমন প্রশ্নগুলো নির্বাচন করতে হবে।

► ‘ক’ নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে স্পষ্ট ভাষায় সুনির্দিষ্ট উত্তর সংক্ষিপ্তভাবে লিখতে হবে।

► ‘খ’ নম্বর প্রশ্নের উত্তরে প্রয়োজনে উদাহরণ, বিষয়টির সংক্ষিপ্ত শুধু চিত্ররূপ, সূত্র, প্রয়োজনীয় তথ্য (দ্বিতীয় পত্রের ক্ষেত্রে) উল্লেখ করা যেতে পারে।

► ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপকটি আবার ভালোভাবে পড়ে নিতে হবে। এ ক্ষেত্রে উদ্দীপকের সমস্যা বা উত্তরটি সঠিকভাবে চিহ্নিতকরণ সর্বাধিক গুরুত্বপূর্ণ। চিহ্নিতকরণ ঠিক না হলে উত্তরে কোনো নম্বর পাওয়া যাবে না।

► ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তালিকা, রেখাচিত্র, উদাহরণ ও তথ্য উপস্থাপনের সুযোগ থাকলে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। উদ্দীপক অনুযায়ী সঠিক উত্তর দিতে পারলেই কাঙ্ক্ষিত নম্বর তুলতে পারবে।মন্তব্য