kalerkantho


নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

১। সমাপনী মূলধনের বৃদ্ধি ঘটায় কোনটি—

    ক. অতিরিক্ত মূলধন  

    খ. উত্তোলন

    গ. প্রারম্ভিক মূলধন  

    ঘ. ব্যয়

২।  মূলধনজাতীয় ব্যয়ের ফসল কোনটি?

    ক. সম্পদ     খ. দায়

    গ. আয়      ঘ. ব্যয়

৩।  কারবারি প্রতিষ্ঠানকে সচল রাখতে প্রয়োজন?

    ক. মূলধনজাতীয় ব্যয় 

    খ. মুনাফাজাতীয় ব্যয়

    গ. মূলধনজাতীয় প্রাপ্তি

    ঘ. মূলধনায়িত ব্যয়

৪। চলতি হিসাবকালের সঙ্গে পাওয়া যায়—

    i. বকেয়া আয়

    ii. অগ্রিম আয়

    iii. অগ্রিম ব্যয়

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii     খ. i ও iii

    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৫।  নতুন পণ্য চালু করার আগে গবেষণা ও পরীক্ষা ব্যয় কেমন লেনদেন?

    ক. মূলধনজাতীয় ব্যয় 

    খ. মুনাফাজাতীয় ব্যয়

    গ. মূলধনজাতীয় প্রাপ্তি

    ঘ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

 

    নিচের তথ্যের ভিত্তিতে ৬ ও ৭ নম্বর প্রশ্নের

    উত্তর দাও :

    শাহানা তার প্রতিষ্ঠানের জন্য টাকার ঘরবিশিষ্ট চারটি নগদান হিসাব খোলে। সে ওই হিসাবের বিবরণের ঘরে ব্যাংক হিসাব এবং ডেবিট টাকার ঘরে ৫০০ টাকা লেখে।

৬।  শাহানার হিসাবের বৈশিষ্ট্য কোনটি?

    ক. এটি একটি ছক খতিয়ান

    খ. এটি একটি চলমান জের ছক খতিয়ান

    গ. এর উভয় পাশে চারটি করে ঘর থাকে   

    ঘ. ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত

৭।  শাহানা তার নগদান হিসাবের ডেবিট ঘরে টাকা লেখার কারণ কোনটি?

    ক. ব্যাংক থেকে টাকা উত্তোলন  

    খ. ব্যাংকে টাকা জমাদান

    গ. নগদে উত্তোলন  

    ঘ. নগদে প্রদান

৮।  হিসাব সমীকরণ ভিত্তিতে হিসাব—

    ক. ২ প্রকার    খ. ৩ প্রকার

    গ. ৪ প্রকার    ঘ. ৫ প্রকার

৯।  ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর ইত্যাদি কোন হিসাবে লিখতে হবে?

    ক. অফিস সরঞ্জাম হিসাব  

    খ. অফিস সাপ্লাইজ হিসাব

    গ. যন্ত্রপাতি হিসাব   

    ঘ. কলকবজা হিসাব

১০। লেনদেনগুলোকে কী অনুযায়ী লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন?

    ক. প্রকৃতি অনুযায়ী   

    খ. হিসাব অনুযায়ী

    গ. সংখ্যা অনুযায়ী

    ঘ. আকার অনুযায়ী

১১। ক্রয় জাবেদায় কোনটি লেখা হয়?

    ক. সম্পদ ক্রয় 

    খ. মনিহারি ক্রয়

    গ. বিনিয়োগ ক্রয়

    ঘ. ধারে ক্রয়

১২। দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের ন্যূনতম কয়টি পক্ষ বিদ্যমান?

    ক. একটি     খ. দুইটি

    গ. তিনটি     ঘ. চারটি

১৩। প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয় বিগত বছরের কোনটি পরবর্তী বছরের শুরুতে আনার জন্য?

    ক. সম্পদ, দায়, আয়

    খ. সম্পদ, দায় ও ব্যয়

    গ. সম্পদ, দায় ও স্বত্বাধিকার

    ঘ. আয়, ব্যয় ও দায়

১৪। নগদ বাট্টা প্রাপ্তির জন্য দাখিলা হবে—

    ক. বাট্টা হিসাব ডেবিট

    খ. বাট্টা হিসাব ক্রেডিট

    গ. নগদান হিসাব ডেবিট

    ঘ. নগদান হিসাব ক্রেডিট

১৫। লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততার ভিত্তিতে লেনদেন কত প্রকার?

    ক. এক প্রকার   খ. দুই প্রকার

    গ. তিন প্রকার  ঘ. চার প্রকার

১৬। নগদান বইতে লেনদেনগুলোকে লেখা হয়—

    i. প্রাপ্তিসমূহ ডেবিট দিকে

    ii. প্রদানসমূহ ক্রেডিট দিকে

    iii. পণ্য ক্রয় ডেবিট দিকে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii     খ. i ও iii

    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৭। তিন ঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা কতটি?

    ক. ১০টি      খ. ১২টি

    গ. ১৪টি     ঘ. ১৬টি

১৮।     কোনটি আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ ব্যবহার করা হয়?

    ক. রেওয়ামিল  

    খ. সমাপনী দাখিলা

    গ. সমন্বয় দাখিলা   

    ঘ. কার্যপত্র

১৯।     রেওয়ামিলের সঙ্গে গভীর সম্পর্ক—

    ক. আর্থিক বিবরণীর

    খ. বিশদ আয় বিবরণীর

    গ. জাবেদার

    ঘ. ব্যয় বিবরণীর

২০।     রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে—

    i. সাধারণ সঞ্চিতি

    ii. দেনাদার বাট্টা সঞ্চিতি

    iii. পাওনাদারের বাট্টা সঞ্চিতি

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii     খ. i ও iii

    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

 

উত্তর : ১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ     ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক  ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক।মন্তব্য