kalerkantho


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

শব্দদূষণ

পরিবেশদূষণ

যোগ্যতাভিত্তিক :

১।  নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে—এ সমস্যা সমাধানে তুমি কী করবে?

    ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করব

    খ. কাঠের আসবাবপত্র বর্জন করব

    গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করব

    ঘ. বৃক্ষরোপণে জনগণকে সচেতন করব

    উত্তর : বৃক্ষরোপণে জনগণকে সচেতন করব

২।  পরিবেশদূষণের ফলে কোনটি ঘটে?

    ক. পরিবেশ পরিচ্ছন্ন হয়   

    খ. কলকারখানা বৃদ্ধি পায়

    গ. জীবের বিলুপ্তি ঘটে

    ঘ. পৃথিবীর তাপমাত্রা কমে

    উত্তর : জীবের বিলুপ্তি ঘটে

৩।  লতিফ বাড়ির পুকুরে মাছ চাষ করেছে। কিছুদিন পর কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে মাছগুলো মারা যেতে লাগল। কী কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে?

    ক. পানি দূষিত হওয়ায়

    খ. সার ব্যবহার করায়

    গ. মাছের পরিমাণ বেশি হওয়ায়  

    ঘ. বর্জ্য অপসারিত হওয়ায়

    উত্তর : পানি দূষিত হওয়ায়

৪।  রবিন সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখল তেলবাহী এক জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কোনটির দূষণ ঘটাবে?

    ক. বায়ুদূষণ        খ. মাটিদূষণ

    গ. পানিদূষণ   ঘ. শব্দদূষণ

    উত্তর : মাটিদূষণ

৫।  বার্ষিক পরীক্ষা চলাকালীন তুলির বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠানে উচ্চ স্বরে মিউজিক প্লে করল, তাতে তুলি পরীক্ষায় ভালো লিখতে পারল না। কিসের প্রভাবে এমন হলো—

    ক. মাটিদূষণ    খ. পানিদূষণ

    গ. শব্দদূষণ        ঘ. বায়ুদূষণ

    উত্তর : শব্দদূষণ

৬।  বায়ুদূষণ রোধে তুমি কী করবে?

    ক. যেখানে-সেখানে ময়লা ফেলব

    খ. বেশি করে গাছ লাগাব

    গ. বেশি করে গাছ কাটব

    ঘ. যেখানে-সেখানে থুথু ফেলব

    উত্তর : বেশি করে গাছ লাগাবমন্তব্য