kalerkantho


নবম শ্রেণি : শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

বহু নির্বাচনী প্রশ্ন

মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক,সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ,ডেমরা, ঢাকা   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০নবম শ্রেণি : শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

প্রথম অধ্যায়

১।প্রতিটি মানুষই সমাজের কাছে কী প্রত্যাশা করে?

ক) সম্মান                         খ) স্বীকৃতি   

খ) বাসস্থান                        ঘ) সুযোগ-সুবিধা

২।দৈহিক ও মানসিক বিকাশের ওপর সমান গুরুত্ব আরোপ করেছে কোনটি?

ক) প্রাচীন শিক্ষাব্যবস্থা             

খ) মধ্যযুগীয় শিক্ষাব্যবস্থা

গ) সৃজনশীল শিক্ষাব্যবস্থা           

ঘ) আধুনিক শিক্ষাব্যবস্থা

৩।শারীরিক শিক্ষা সুসামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে—

i) দেহের

ii) মনের

iii) পেশির

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii 

গ) ii ও iii                     ঘ) i, ii ও iii

৪।শিক্ষাপ্রতিষ্ঠানের পরোক্ষ দায়িত্ব কোনটি?

ক) শিক্ষার্থীদের শারীরিক দিক উন্নতি

খ) শিক্ষার্থীদের মানসিক দিক উন্নতি

গ) শিক্ষার্থীদের আত্মিক দিক উন্নতি

ঘ) শিক্ষার্থীদের মূল্যবোধের উন্নতি

৫।আজকের শিশুকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব কার?

ক) পরিবারের                       খ) সমাজের  

গ) বাবা-মার                       ঘ) বিদ্যালয়ের

৬। মানবদেহের প্রতিটি অঙ্গের মধ্যে রয়েছে—

i) হাড়

ii) ধমনি

iii) শিরা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii 

গ) ii ও iii                    ঘ) i, ii ও iii

৭।শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কোনটি প্রয়োজন?

ক) নৈতিক শিক্ষা                 খ) শারীরিক শিক্ষা

গ) সামাজিক শিক্ষা                ঘ) শরীরচর্চা শিক্ষা

৮।শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর জৈবিক সত্তাকে কিসে রূপান্তরিত করে?

ক) মনস্তাত্ত্বিক সত্তায়              

খ) সামাজিক সত্তায়

গ) চারিত্রিক গুণাবলিতে            

ঘ) আত্মিক পরিপূর্ণতায়

৯।মাসলোর তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের প্রয়োজনের স্তর—

i) সামাজিক                   

ii) শারীরিক ও শারীরবৃত্তীয়

iii) নৈতিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii 

গ) ii ও iii                     ঘ) i, ii ও iii

১০।মাসলো কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী কোন প্রয়োজন পূরণে শারীরিক শিক্ষা প্রত্যক্ষ কাজ করে?

ক) শরীরবৃত্তীয়                 

খ) সামাজিক                  

গ) মানসিক ও আত্মিক             

ঘ) নিরাপত্তাজনিত

১১।শারীরিক শিক্ষার কর্মসূচিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক) ২                            খ) ৩

গ) ৪                            ঘ) ৫

১২।শারীরিক শিক্ষার কর্মসূচি হলো—

i) শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা

ii) ব্যায়াম

iii) স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii 

গ) রর ও ররর                  ঘ) i, ii ও iii

১৩।ইন্ট্রামুরাল কী রকম শব্দ?

ক) ল্যাটিন                     খ) ফারসি  

গ) আরবি                     ঘ) ইংরেজি

১৪।স্থানীয় নির্দেশনাগুলো হলো—

i) স্কুল ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা

ii) প্রতিদিন/সপ্তাহে ৩টি করে ক্লাস করা

iii) বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii 

গ) ii ও iii                                             ঘ) i, ii ও iii

১৫। Extra অর্থ কী?

ক) ভিতরে                     খ) সামনে

গ) পিছনে                     ঘ) বাইরে

১৬।দেয়ালের বাইরে যেসব খেলাধুলা হয় তাকে কী বলে?

ক) অন্তঃক্রীড়াসূচি  

খ) অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি

গ) আন্তঃক্রীড়াসূচি 

ঘ) শারীরিক শিক্ষার কর্মসূচি

১৭। শারীরিক শিক্ষাবিষয়ক সরকারি নির্দেশনাবলি—

i) প্রাত্যহিক সমাবেশ

ii) জাতীয় দিবসে খেলাধুলা করা

iii) আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii                    খ) ii ও iii 

গ) i ও ii                     ঘ) i, ii ও iii

১৮। Intramural-এর অর্থ কী?

ক) সামনের দেয়াল                খ) দেয়ালের ভিতরে

গ) দেয়ালের বাইরে               ঘ) দেয়ালের পিছনে

১৯। নিজেদের মধ্যে প্রতিযোগিতা আকারে যেসব খেলা হয় তাকে কী বলে?

ক) শারীরিক শিক্ষার কর্মসূচি         

খ) অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি

গ) অন্তঃক্রীড়াসূচি                

ঘ) আন্তঃক্রীড়াসূচি

২০। একজন শারীরিক শিক্ষক যেসব ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করে তা কোন কর্মসূচির অন্তর্ভুক্ত?

ক) অন্তঃক্রীড়াসূচি                

খ) আন্তঃক্রীড়াসূচি

গ) শারীরিক শিক্ষার কর্মসূচি          

ঘ) অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি

 

উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. গ।মন্তব্য