kalerkantho


এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল   

১২ মার্চ, ২০১৭ ০০:০০১।   বাংলার সমাজে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কখন?

     ক. গিয়াসউদ্দিন বলবনের বাংলা বিজয়ের পর

     খ. ইলতুৎমশের শাসন প্রতিষ্ঠার পর

     গ. মুঘল শাসন আরম্ভের পর

     ঘ. বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর

২।   বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে কখন?

     ক. মৌর্য যুগে

     খ. গুপ্ত যুগে

     গ. সেন আমলে

     ঘ. মুসলিম শাসনামলে

৩।   বাংলায় নতুন জমিদার শ্রেণির সৃষ্টি হয় কিভাবে?

     ক. দেওয়ানি আইনের মাধ্যমে

     খ. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে

     গ. পুরনো জমিদার অপসারণ করে

     ঘ. মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাবের কারণে

৪।   বাংলায় শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

     ক. মীর কাশেম

     খ. বাহাদুর শাহ

     গ. সিরাজউদ্দৌলা

     ঘ. বাদশাহ শাহ আলম

৫।   কত সালে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তিত হয়?

     ক. ১৭৯০ সালে    

     খ. ১৭৯১ সালে

     গ. ১৭৯২ সালে    

     ঘ. ১৭৯৩ সালে

৬।   পেশাজীবী মধ্যবিত্তরূপে কারা গড়ে উঠেছিল?

     ক. মুসলমানরা

     খ. হিন্দুরা

     গ. বৌদ্ধরা  

     ঘ. খ্রিস্টানরা

৭।   কোনটির ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল?

     ক. সাইমন কমিশন

     খ. রাওলাট আইন

     গ. র‍্যাডক্লিফ ম্যাপ

     ঘ. দ্বি-জাতিতত্ত্ব

৮।   গ্রামীণ ক্ষমতা কাঠামো সৃষ্টি হয় কিভাবে?

     ক. রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে

     খ. শিক্ষার ওপর ভিত্তি করে

     গ. ভূমিকে কেন্দ্র করে

     ঘ. জাতি সম্পর্কের ভিত্তিতে

৯।   Basic Principles of Sociology গ্রন্থের লেখক কে?

     ক. Jones             

     খ. Parsons

     গ. Margaret Vine  

     ঘ. Popenoe

১০।  অধ্যাপক নাজমুল করিম সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করেছেন?

     ক. দুই ভাগে      

     খ. তিন ভাগে

     গ. চার ভাগে      

     ঘ. পাঁচ ভাগে

১১।  ‘The Protestant Ethic and the Spirit of Capitalism’ গ্রন্থটি কে লিখছেন?

     ক. হার্বার্ট স্পেন্সার

     খ. কার্ল মার্ক্স

     গ. এমিল ডুর্খেইম

     ঘ. ম্যাক্স ওয়েবার

১২।  ধর্মীয় দৃষ্টিকোণে বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন ধরনের?

     ক. দৃষ্টবাদী  

     খ. অদৃষ্টবাদী

     গ. প্রকৃতিবাদী

     ঘ. ভাববাদী

১৩।  সর্বাধিক প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

     ক. ক্ল্যান    

     খ. ট্রাইব

     গ. পরিবার  

     ঘ. সমাজ

১৪। কোনটি সংস্কৃতির অবস্তুগত উপাদান?

     ক. ঘরবাড়ি

     খ. তৈজসপত্র

     গ. জ্ঞান

     ঘ. কাপড়চোপড়

    

উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ।মন্তব্য