kalerkantho


সপ্তম শ্রেণি গণিত

১১ মার্চ, ২০১৭ ০০:০০সপ্তম শ্রেণি

গণিত

১।   কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ৫-এর সমান?

            ক. ১৫   খ. ২০  

            গ. ২৫   ঘ. ৩০

২।        ৫ ও ৪৫ ক্রমিক সমানুপাতের দুইটি প্রান্তীয় রাশি হলে, সমানুপাত কত?

            ক. ১ : ৩ : ৯      

            খ. ১ : ৯ : ৩      

            গ. ৯ : ৩ : ১      

            ঘ. ৩ : ১ : ৯

৩।        ৪ : ৩, ৭ : ১২, ৯ : ৫-এর মিশ্র অনুপাত নিচের কোনটি?

            ক. ৭ : ৫           

            খ. ৬ : ৭

            গ. ৫ : ৭

            ঘ. ৮ : ৭

৪।        নিচের কোনটি 5x – 6 = 2x + 3 সমীকরণটির প্রতিসাম্য বিধি?

            ক. 5x – 2x = 6 + 3       

            খ. 5x – 6 – 2x – 3 = 0

            গ. 2x + 3 = 5x  6         

            ঘ. 5x – 3 = 2x + 6

৫। পরপর দুইটি পূর্ণসংখ্যার অন্তর কত?

            ক. 0                  খ. 1     

            গ. 2                  ঘ. 3

৬।        বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্তে কোন দেশে জন্মগ্রহণ করেন?

            ক. ফ্রান্স খ. ভারত           

            গ. সুইডেন          ঘ. ইরাক

৭।        কোটি এর মান ধনাত্মক কোন কোন চতুর্ভাগে?

            ক. প্রথম ও দ্বিতীয়           

            খ. দ্বিতীয় ও তৃতীয়

            গ. দ্বিতীয় ও চতুর্থ

            ঘ. প্রথম ও চতুর্থ

৮।  একটি ত্রিভুজের কয়টি মধ্যমা আঁকা যায়?

            ক. ১টি   খ. ২টি  

            গ. ৩টি   ঘ. ৪টি

৯।        ত্রিভুজের বহিস্থ কোণ

            i. প্রতিটি বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বড়

            ii. বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান

            iii. অন্তস্থ কোণদ্বয়ের বিয়োগ ফলের সমান

            নিচের কোনটি সঠিক?

            ক. i                   খ. i ও ii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

            উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ

 

            মো. তৌহিদ আলমমন্তব্য