kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ভূগোল দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম, সিনিয়র প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

১০ মার্চ, ২০১৭ ০০:০০১।    এশিয়া মহাদেশের কোনদিকে বাংলাদেশের অবস্থান?

     ক. দক্ষিণ         খ. উত্তর-পূর্ব

     গ. মধ্য এশিয়া ঘ. দক্ষিণ-পূর্ব

২।    বাংলাদেশে সারশিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণ হলো—

     i. পর্যাপ্ত কাঁচামাল

     ii. অনুকূল জলবায়ু

            iii. শক্তি সম্পদের সহজলভ্যতা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                       খ. i ও iii

     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩।    চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

     ক. কর্ণফুলী   খ. সাঙ্গু

     গ. ফেনী     ঘ. গোমতি

৪।    বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের শতকরা ৯০ ভাগ কোন পথে সম্পন্ন হয়?

     ক. রেল     খ. বিমান

     গ. সড়ক     ঘ. সমুদ্র

৫।    ওসাকা কোন দেশের লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র?

     ক. জাপান   খ. চীন

     গ. সুইডেন   ঘ. দক্ষিণ কোরিয়া

৬।    অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?

     ক. তামা     খ. অভ্র

     গ. বক্সাই    ঘ. ম্যাঙ্গানিজ

৭।    বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা অগ্রবর্তী—

     i. ৩ ঘণ্টা

     ii. ৫ ঘণ্টা

     iii. ৬ ঘণ্টা

     নিচের কোনটি সঠিক?

     ক. i       খ. ii

     গ.iii       ঘ. i ও ii

     উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রফিক দক্ষিণ এশিয়ার একটি দেশে বাস করে, যার প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে এবং এখানে রয়েছে সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, নাতিশীতোষ্ণ জলবায়ু।

৮।    উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?

     ক. ভারত         খ. বাংলাদেশ

     গ. পাকিস্তান  ঘ. শ্রীলঙ্কা

৯।    উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো প্রভাবিত করে জনসংখ্যার

     i. ঘনত্ব    

ii. আকার

     iii. লিঙ্গ অনুপাত

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১০।   বাংলাদেশ ধান উত্পাদনে বিশ্বে কততম?

     ক. দ্বিতীয়    খ. তৃতীয়

     গ. চতুর্থ     ঘ. পঞ্চম

১১।   ‘চা’ কোন দেশের জাতীয় পানীয়?

     ক. চীন     খ. জাপান

     গ. জার্মান    ঘ. ইংল্যান্ড

১২। মেরু অঞ্চলে এস্কিমোরা কোন বসতি স্থাপন করে?

     ক. বৃত্ত

     খ. স্থায়ী

     গ. অস্থায়ী   

     ঘ. ক্ষণস্থায়ী

১৩।   গ্রামাঞ্চলে কোন বসতি দেখা যায়?

     ক. সংঘবদ্ধ  

খ. দণ্ড

     গ. বৃত্তাকার   ঘ. চৌমাথা

১৪।   শব্দদূষণের ফলে মানুষের শরীরে কোন সমস্যাটি হয়?

     ক. অনিদ্রা

     খ. স্নায়ুরোগ

     গ. শ্বাসনালিতে প্রদাহ

     ঘ. বৃক্কের নিস্ত্রিয়তা

১৫।   ‘হাইল’ হাওর কোথায় অবস্থিত?

     ক. ছাতক

     খ. জগন্নাথপুর

     গ. ফেঞ্চুগঞ্জ

     ঘ. শ্রীমঙ্গল

১৬।   টারশিয়ারি যুগের পাহাড় কোন শ্রেণির?

     ক. ভঙ্গিল

     খ. স্তূপ

     গ. সঞ্চয়জাত

     ঘ. ল্যাকোলিথ

 

উত্তর : ১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ক।মন্তব্য