kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

৯ মার্চ, ২০১৭ ০০:০০১।চট্টগ্রাম শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?

ক. কর্ণফুলী                        খ. হালদা

গ. মনু                           ঘ. সাংগু

২।অশ্মমণ্ডলের সিলিকন ও অ্যালুমিনিয়ামসমৃদ্ধ স্তরকে কী বলে?

ক. সিসা                          খ. মিয়াল

গ. কোণ                         ঘ. লাইফ

৩।সমোন্নতি রেখার সাহায্যে কী প্রদর্শন করা হয়?

ক. বায়ুর উষ্ণতা                       

খ. ভূমির বন্ধুরতা

গ. ভূমির মমতা                       

ঘ. ভূমির প্রশস্ততা

৪।পর্বতের ন্যূনতম উচ্চতা কত?

ক. ১০০ মিটার                       

খ. ৩০০ মিটার

গ. ৬০০ মিটার                       

ঘ. ৯০০ মিটার

৫।বাংলাদেশের কোন পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি?

ক. পিরামিড                          

খ. কেওক্রাডং

গ. তাজিংডং                         

ঘ. মোদল মুরাল

৬।সিন্ধু, গঙ্গা, হোয়াংহো, মিসিসিপি প্রভৃতি নদীর তীরবর্তী সমভূমিকে কী বলে?

ক. ব-দ্বীপ সমভূমি

খ. হিমবাহ সমভূমি

গ. প্লাবন সমভূমি

ঘ. ক্ষয়জাত সমভূমি

৭।কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলকে পৃথককারী স্তরের নাম কী?

ক. কনরাড বিযুক্তি রেখা

খ. মেহো বিযুক্তি রেখা

গ. সিসাস্তর

ঘ. গুটেনবার্গ বিযুক্তি রেখা

৮।একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটি?

ক. সোনা                          খ. টিন

গ. লোহা                         ঘ. সিলিকা

৯।মালভূমির জলবায়ু সাধারণত কেমন?

ক. শীতল                           

খ. নাতিশীতোষ্ণ

গ. উত্তপ্ত                            

ঘ. অতি উত্তপ্ত

১০।প্লাবন ভূমিতে দেখতে পাওয়া যায়—

ক. নদীমঞ্চ                          

খ. ড্রামলিন

গ. অশ্বক্ষুরাকৃতি হ্রদ

ঘ. গ্রাবরেখা

১১।সমুদ্র উপকূলের খাড়া ভূ-ভাগ কোনটি?

ক. সার্ক                          খ. কুরি

গ. ভৃগু                         ঘ. প্লাবন ভূমি

১২।গিরিপথের উত্কৃষ্ট উদাহরণ হলো—

ক. হাওয়াই দ্বীপের মনালোয়া

খ. পাকিস্তানের খাইবার

গ. ভারতের বিন্দা

ঘ. ইতালির ভিসুভিয়াস

১৩।হাইল হাওর কোন এলাকায় অবস্থিত?

ক. ছাতক                           

খ. ফেঞ্চুগঞ্জ

গ. শ্রীমঙ্গল                          

ঘ. জগন্নাথপুর

১৪।চট্টগ্রামের উপকূলীয় সমভূমি কোন নদীর অববাহিকায় গঠিত?

ক. বাঁশখালী                       খ. কর্ণফুলী

গ. ফেনী                          ঘ. নাফ

১৫।তিব্বত মালভূমির উত্তরে অবস্থিত কোনটি?

ক. কুনলুন পর্বত

খ. স্কটিশ পর্বত

গ. কলোরাডো পর্বত

ঘ. হিমালয়

১৬।সম্পূর্ণ সমতল হয় না কোন ভূমিরূপটি?

ক. পাহাড়                        খ. সমভূমি

গ. পর্বত                         ঘ. মালভূমি

১৭।কোন কারণে মানুষ সমভূমির ওপর নির্ভর করে?

ক. পারিবারিক                        

খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক                        

ঘ. আর্থ-সামাজিক

১৮।জমাট ম্যাগমা দ্বারা গঠিত পর্বত—

ক. আগ্নেয়                         খ. স্তূপ

গ. ল্যাকোলিথ                      ঘ. ভঙ্গিল

১৯।বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো হলো—

i. ময়মনসিংহ অঞ্চল

ii. উত্তর-পূর্বাঞ্চল

iii. দক্ষিণ-পূর্বাঞ্চল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. ii ও iii

গ. i ও iii                       ঘ. i, ii ও iii

২০।ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য—

i. এ পর্বতে ভাঁজ দেখা যায়

ii. এ-জাতীয় পর্বত দীর্ঘ ও উচ্চ

iii. এ পর্বত স্তর ও জীবাশ্মবিহীন            

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii                          

খ. i ও ii

গ. ii ও iii                         

ঘ. i, ii ও iii

 

উত্তর : ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ।মন্তব্য