kalerkantho


সপ্তম শ্রেণি : গণিত

৯ মার্চ, ২০১৭ ০০:০০সপ্তম শ্রেণি : গণিত

১।সমকোণের বিপরীত বাহুর নাম—

ক. সমকোণ                             খ. লম্ব

গ. অতিভুজ                             ঘ. মধ্যমা

২।ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কেমন?

ক. বৃহত্তর                                     খ. ক্ষুদ্রতর

গ. সমান                               ঘ. সমান্তরাল

৩।  ৩ বছর ৬ মাস ও ৭ বছর এর অনুপাত কত?

ক. ৩ : ৭                       খ. ১ : ৩   

গ. ৬ : ৭                        ঘ. ১ : ২

৪। নাবিল ২০ টাকা দরে ১৫ মিটার ফিতা ক্রয় করে ৪% হারে ভ্যাট দিলে সে কত টাকা ভ্যাট দিল?

ক. ১০ টাকা                      খ. ১৫ টাকা                               

গ. ১২ টাকাচ                     ঘ. ১৮ টাকা

নিচের তথ্যগুলো লক্ষ করো :

i. চৌবাচ্চা বা ওই জাতীয় পাত্র পানি বা তরল পদার্থ দ্বারা ভর্তি করার জন্য সাধারণত নল ব্যবহার করা হয়

ii. স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ

iii. স্রোতস্বিনী নদীর ক্ষেত্রে নৌকার প্রকৃত গতিবেগ > স্রোতের গতিবেগ

ওপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

ক. i                           খ. ii    

গ. iii                          ঘ. i, ii ও iii

৫। ০.০০৭ মিটার সমান কত সে.মি.?

ক. ০.৭                           খ. ৭

গ. ০.০৭                         ঘ. ৭০

৬। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর কোন ধরনের উপাত্ত?

ক. অবিন্যস্ত উপাত্ত                     

খ. বিন্যস্ত উপাত্ত

গ. মাধ্যমিক উপাত্ত                     

ঘ. প্রাথমিক উপাত্ত

৭। নিচের তথ্যগুলো লক্ষ করো :

i. ১৩, ১৭, ১৯ ও ১২-এর গাণিতিক গড় ১৫

ii. ৩৮, ৫২, ৪৩, ৩২, ৩৬, ৫৫ উপাত্তগুলোর মধ্যক ৪০.৫

iii. ২, ১, ১, ২, ২, ২, ০ উপাত্তগুলোর

প্রচুরক ২

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                         ঘ. i, ii ও iii

৮। প্রতি ৫ টাকায় ১ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?

ক. ১০%   খ. ২০%চ                  

গ. ৩০%   ঘ. ৪০%

উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ।

 

মো. তৌহিদ আলমমন্তব্য