kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম,প্রভাষক,আবদুল কাদির মোল্লা সিটি কলেজ,নরসিংদী   

৮ মার্চ, ২০১৭ ০০:০০১।   শীতকালে কোথায় মরুভূমি দেখা যায় না?

    ক. কালাহারিতে  খ. সাহারায়

    গ. গোবিতে ঘ. সাইবেরিয়ায়

২।   টারশিয়ারি যুগের অন্তর্গত কোন পাহাড়?

    ক. বার্মার আরাকান

    খ. মধুপুর গড়

    গ. কুমিল্লার লুসাই

    ঘ. মিজোরামের লুসাই

৩।  ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার বিস্তৃত?

    ক. ৫     খ. ২০

    গ. ৩৫    ঘ. ৪০

    নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    শিক্ষক একাদশ শ্রেণির ভূগোল ক্লাসে পৃথিবীর গঠন পড়াতে গিয়ে বললেন, ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের বহিঃভাগ পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত, যা বিভিন্ন উপাদান দ্বারা গঠিত।

৪।   উদ্দীপকে উল্লিখিত স্তরটির ওপরের স্তরকে কী বলে?

    ক. অশ্মমণ্ডল    খ. ট্রপোমণ্ডল

    গ. কেন্দ্রমণ্ডল    ঘ. বায়ুমণ্ডল

৫।   উক্ত মণ্ডলটির গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে—

    i. অ্যালুমিনিয়াম  

    ii. সিলিকন

    iii. ম্যাগনেসিয়াম

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii  খ. i ও iii

    গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৬।   সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কী বলে?

    ক. পাহাড়  খ. মালভূমি

    গ. পর্বত   ঘ. সমভূমি

৭।  ভূত্বক যেসব উপাদানে গঠিত তাকে কী বলে?

    ক. খনিজ  খ. শিলা

    গ. ভূকম্পন ঘ. ভূ-আলোড়ন

৮।  কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?

    ক. নিকেল ও সিসা

    খ. নিকেল ও লোহা

    গ. নিকেল ও জিংক

    ঘ. নিকেল ও দস্তা

৯।   কোন পর্বত গম্বুজাকৃতির?

    ক. ক্ষয়জাত পর্বত

    খ. সঞ্চয়জাত পর্বত

    গ. ল্যাকোলিথ পর্বত

    ঘ. আগ্নেয় পর্বত

১০।  পৃথিবীর বৃহত্তম ‘ব’ দ্বীপ কোনটি

    ক. অস্ট্রেলিয়া    খ. নিউজিল্যান্ড

    গ. মালদ্বীপ     ঘ. বাংলাদেশ

১১।  সাইবেরিয়া কোন ধরনের সমভূমি?

    ক. হিমবাহ খ. উপকূলীয়

    গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত

১২।  ভূমির সবচেয়ে উঁচু শিলাস্তর কোনটি?

    ক. পাহাড়  খ. পর্বত

    গ. মালভূমি ঘ. সমভূমি

১৩।  পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কতভাগ সমভূমি?

    ক. ৩২   খ. ৩৪

    গ. ৫৪    ঘ. ৬৪

১৪।  ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?

    ক. জার্মানি খ. ভারত

    গ. ফ্রান্স   ঘ. পাঞ্জাব

১৫।  তিব্বত মালভূমির উত্তরে কোন পর্বত অবস্থিত?

    ক. কুনলুন খ. স্কটিশ

    গ. কলোরাডো   ঘ. হিমালয়

১৬।  আগ্নেয়গিরির কেন্দ্রস্থলে কয়টি জ্বালামুখ থাকে?

    ক. ৫টি   খ. ৩টি

    গ. ২টি    ঘ. ১টি

১৭।  প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে কী বলে?

    ক. মালভূমি    

    খ. সমভূমি

    গ. উপকূলীয় সমভূমি

    ঘ. সমুদ্রতট

১৮।  পৃথিবীর ছাদ বলা হয়—

    ক. পামির মালভূমিকে

    খ. পাতাগোনিয়া মালভূমিকে

    গ. রকি পর্বতকে

    ঘ. দাক্ষিণাত্য মালভূমিকে

১৯।  পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল কোথায় অবস্থিত?

    ক. মধ্য আফ্রিকায়

    খ. ইউরোপের মধ্যাংশে

    গ. উত্তর আমেরিকার হাডসন উপসাগরে

    ঘ. ভারতের দক্ষিণাংশে

২০।  পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ কত?

    ক. ৫৯০০ কি.মি.

    খ. ৬৪০০ কি.মি.

    গ. ৬৫০০ কি.মি.

    ঘ. ৬৬০০ কি.মি.

    উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ।মন্তব্য