kalerkantho


পঞ্চম শ্রেণি : বাংলা

পাঠ অনুশীলন

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৭ মার্চ, ২০১৭ ০০:০০পঞ্চম শ্রেণি : বাংলা

প্রদত্ত অনুচ্ছেটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখো।

সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটির বড় বড় শিং, কোনোটির গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গণ্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়।

যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ।

দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবন ধারণ করে। একটু লক্ষ করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে। বাসা করে গাছের ডালে।

মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি।

প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। একে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়—বন্যা, খরা, ঝড় ইত্যাদি।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো :          

১দ্ধ৫ = ৫

i. অনুচ্ছেদটিতে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে?

(ক) সুন্দরবনের প্রাণী

(খ) সুন্দরবনের বিলুপ্ত প্রাণী

(গ) সুন্দরবনের বিলুপ্ত পশু ও পাখি

(ঘ) সুন্দরবনের বাঘ

ii. ফোঁটা ফোঁটা সাদা দাগ কোন প্রাণীর গায়ে দেখা যায়?

(ক) হরিণ               

(খ) গণ্ডার

(গ) হাতি               

(ঘ) বুনো শুয়োর

iii. সুন্দরবনে বাঘ ছাড়া কী আছে?

(ক) হরিণ               

(খ) গণ্ডার

(গ) হাতি               

(ঘ) শুয়োর

iv. যেকোনো দেশের এক অমূল্য সম্পদ কোনটি?

(ক) প্রাকৃতিক পরিমণ্ডল

(খ) জলবায়ু প্রাণীকুল

(গ) বৃক্ষলতা, পশুপাখি

(ঘ) জীবজন্তু, পশুপাখি

v. শকুন কোথায় বাস করে?

(ক) ঘরের চালে          

(খ) গাছের ডালে

(গ) দালানের ফাঁকা স্থানে

(ঘ) কাকের বাসায়

২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো। :    ১+১+১ = ৩

(ক) একসময় সুন্দরবনে প্রচুর কী ছিল?

(খ) শকুন কিভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে?

(গ) বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি কোনটি?

৩। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো :            

১দ্ধ৪ = ৪

বিলুপ্ত, অমূল্য, আবর্জনা, জঙ্গল

৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো :          ৩মন্তব্য