kalerkantho


পঞ্চম শ্রেণি গণিত

বহু নির্বাচনী প্রশ্ন

মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

৭ মার্চ, ২০১৭ ০০:০০দ্বিতীয় অধ্যায় (ভাগ)

যোগ্যতাভিত্তিক :

১।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কোনটি?

ক. ভাগফল = ভাজ্য — ভাজক

খ. ভাগফল = ভাজ্য – ভাজক

গ. ভাগফল = ভাজ্য — ভাগশেষ

ঘ. ভাগফল = ভাজ্য + ভাজক

উত্তর : ভাগফল = ভাজ্য — ভাজক

২।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি?

ক. ভাজক = ভাজ্য — ভাগফল

খ. ভাজক = ভাজ্য – ভাগফল

গ. ভাজক = ভাজ্য — ভাগফল

ঘ. ভাজক = ভাজ্য — ভাগশেষ

উত্তর : ভাজক = ভাজ্য — ভাগফল

৩।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র কোনটি?

ক. ভাজ্য = ভাজক – ভাগফল

খ. ভাজ্য = ভাজক + ভাগফল

গ. ভাজ্য = ভাজক — ভাগফল

ঘ. ভাজ্য = ভাগফল — ভাজক

উত্তর : ভাজ্য = ভাজক – ভাগফল

৪।ভাজক সব সময় ভাগশেষের চেয়ে — হবে।

ক. বড়

খ. ছোট

গ. সমান

ঘ.  কোনোটিই নয়

উত্তর : বড়

৫।ভাগশেষ ৎব ভাজক; এখানে ৎব শূন্যস্থানে নিচের কোন প্রতীকটি বসবে?

ক. =                   খ. >

গ. <                   ঘ. -

উত্তর : <

৬।কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে, ভাগশেষ কত?

ক. ৫০                  খ. ২০

গ. ২০১৫                ঘ. ১৫০

উত্তর : ১৫০

৭।দুটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ৬                   খ. ৯

গ. ৭                   ঘ. ৩

উত্তর :

৮।কোন ভাগফলটি সঠিক?

ক. ১৩২ — ১২ = ৯

খ. ৪৫ — ৪৫ = ০

গ. ১২৫ — ২৫ = ৪

ঘ. ৩১ — ১ = ৩১

উত্তর : ৩১ — ১ = ৩১

৯।কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?

ক. ৫০                 

খ. ১৫০

গ. ২০                 

ঘ. ২০.১৫

উত্তর : ১৫০মন্তব্য