kalerkantho


পঞ্চম শ্রেণি : বাংলা

পাঠ অনুশীলন

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক,বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৬ মার্চ, ২০১৭ ০০:০০পঞ্চম শ্রেণি : বাংলা

    সুন্দরবনের প্রাণী

    প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখো।

    বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরীগাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু।

    বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়।

    শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

   

১।  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো :    ১×৫ = ৫

    i. অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে?

    (ক) সুন্দরবনের জীবজন্তু

    (খ) সুন্দরবনের প্রাণী

    (গ) সুন্দরবনের বাঘ

    (ঘ) সুন্দরবনের সুন্দর প্রাণী

    ii. সিংহ বললেই মনে ভেসে ওঠে কোন দেশের নাম?

    (ক) বাংলাদেশ   (খ) ভারত

    (গ) অস্ট্রেলিয়া   (ঘ) আফ্রিকা

    iii. সুন্দরবনের বাঘের চালচলন কেমন?

    (ক) সুন্দর (খ) ভয়ংকর

    (গ) রাজার মতো (ঘ) বাঘের মতো

    iv. বাংলাদেশের অমূল্য সম্পদ কোনটি?

    (ক) সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

    (খ) প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন

    (গ) দক্ষিণের বঙ্গোপসাগর

    (ঘ) সুন্দরবনের সব প্রাণী

    v. বিলুপ্তির হাত থেকে কী বাঁচাতে হবে?

    (ক) গণ্ডার

    (খ) হাতি

    (গ) হরিণ

    (ঘ) বাঘ

 

২।  নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো :

    ১+১+১ = ৩

    (ক) সুন্দরবন কোথায় গড়ে উঠেছে?

    (খ) বাংলাদেশের নামের সঙ্গে কোন প্রাণীর নাম জড়িয়ে আছে?

    (গ) কোন বাঘ এখন দেখা যায় না?

   

৩।  প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো : ১দ্ধ৪ = ৪

    অমূল্য, রয়েল, অপার, সম্ভার

   

৪।  প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো :  ৩

       উত্তর :

১। i. (খ);  

    ii. (ঘ);

    iii. (গ);

    iv. (ক);

    v. (ঘ)।

২। (ক) বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন।

    (খ) বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম।

    (গ) একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না।

৩।  শব্দ—অর্থ

    অমূল্য—যার মূল্য নির্ধারণ করা যায় না

    রয়েল—রাজকীয়

    অপার—অগাধ, অসীম

    সম্ভার—বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস

৪। মূলভাব : বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনে বাস করে ভয়ংকর প্রাণী রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে রাজার মতো এ বাঘ ঘুরে বেড়ায়। বাংলাদেশের এক অমূল্য সম্পদ এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।মন্তব্য