kalerkantho


এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল   

৬ মার্চ, ২০১৭ ০০:০০১।  যৌথ পরিবারগুলো ভেঙে অণু পরিবার বৃদ্ধি পাচ্ছে—

    i. শিল্পায়নের ফলে  

    ii. বিশ্বায়নের কারণে 

    iii. নগরায়ণের কারণে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii খ. i ও iii    

    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২।  সমাজব্যবস্থার মূল ভিত্তি কী?

    ক. ধর্ম    খ. সংঘ

    গ. সম্প্রদায় ঘ. অর্থনীতি

৩।  বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক কে ছিলেন?

    ক. রোনাল্ড খ. আলব্রো

    গ. ম্যাগ্র   ঘ. স্যামুয়েল কোনিগ

৪।  বিশ্বায়ন হলো–

    i. পণ্যের অবাধ প্রবাহ  

    ii. তথ্যের অবাধ প্রবাহ

    iii. শ্রমের অবাধ প্রবাহ

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii খ. ii ও iii    

    গ. i ও iii     ঘ. i, ii ও iii

৫।  একটি জাতি গঠনের প্রধান মাধ্যম কী?

    ক. শিল্প   খ. জনসংখ্যা

    গ. প্রাকৃতিক সম্পদ    ঘ. শিক্ষা

 

    নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

    রাকিব অর্থনীতিতে মাস্টার্স পাস করে চাকরি খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই সে হতাশ।

৬।  উদ্দীপকে কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

    ক. দারিদ্র্য

    খ. অপরাধ

    গ. বেকারত্ব

    ঘ. জনসংখ্যাস্ফীতি

৭।  বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব হলো–

    i. সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে

    ii. হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়

    iii. অপরাধ বৃদ্ধি করে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii খ. ii ও iii

    গ. i ও iii     ঘ. i, ii ও iii

৮। কুমিল্লা সমবায় পদ্ধতির উদ্দেশ্য–

    i. পেশার বৈচিত্র্য

    ii. শিক্ষার পার্থক্য

    iii. আয়ের তারতম্য

    নিচের কোনটি সঠিক?

    ক. ii    

    খ. i ও ii

    গ. i ও iii    

    ঘ. ii ও iii

     

    উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. গ।মন্তব্য