kalerkantho


এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. শহিদুল ইসলাম, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা   

৫ মার্চ, ২০১৭ ০০:০০লোক-লোকান্তর

 

১।        কবিতায় বর্ণিত হয়েছে কবির কোথায় বসবাসের কথা?

            ক. সংসারে        খ. গৃহের

            গ. সৃষ্টিজগতের ঘ. মনুষ্যলোকে

২।        কবি আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

            ক. চট্টগ্রাম       

            খ. রাজশাহী

            গ. ব্রাহ্মণবাড়িয়া         

            ঘ. রংপুর

৩।       নিচের কোনটি ভিন্নার্থক?

            ক. কমে যাওয়া

            খ. প্রশমিত হওয়া

            গ. যোগসাজশ হওয়া

            ঘ. হ্রাস পাওয়া

৪।        আল মাহমুদের মায়ের নাম কী?

            ক. মির রওশন আরা

            খ. রওশন আরা মির

            গ. রওশন মির

            ঘ. রওশন বেগম

৫।        ‘দোলে বন্য পানলতা’—এখানে ‘বন্য’ কোন ধরনের পদ?

            ক. বিশেষ্য        খ. অব্যয়

            গ. ক্রিয়া           ঘ. বিশেষণ

৬।       কবির ‘চেতনা-পাখি’ কোন গাছের ডালে বসে আছে?

            ক. শিউলি         খ. কদম

            গ. বকুল            ঘ. চন্দন

৭।        ‘লোক-লোকান্তর’ কবিতায় চরণসংখ্যা কত?

            ক. ১১টি           খ. ১২টি

            গ. ১৩টি           ঘ. ১৪টি

৮।       কবির চেতনারূপ পাখির পায়ের রং কী?

            ক. সবুজ           খ. লাল

            গ. সাদা            ঘ. ধূসর

৯।        আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলো—

            i. ডাহুকী         ii. কালের কলস

            iii. সোনালি কাবিন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১০।      ‘চোখ রাখতে নারি’—এখানে ‘নারি’ দ্বারা কী বোঝানো হয়েছে?

            ক. নারী            খ. নাড়ী

            গ. না পারি

            ঘ. পার হওয়া

১১।      যেসব কারণে কবির চেতনার সাদা পাখি লোকালয়কে তুচ্ছ মনে করে থাকে—

            i. লোকালয়ের যন্ত্রণা

            ii. প্রকৃতির অনুপম ঐশ্বর্য

            iii. শ্যামলিমার বৈরিতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১২।      কবির চেতনা-পাখির মাথার ওপরে ও নিচে কী দোলে?

            ক. কলমিলতা

            খ. লাউলতা

            গ. স্বর্ণলতা

            ঘ. পানলতা

            উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            দীর্ঘদিন শহরে বাস করা ছেলে আরফানের কাছে এখন আর শহুরে পরিবেশ ভালো লাগে না। সব কিছু উপেক্ষা করে প্রকৃতির ঐশ্বর্যে সে একাকার হতে চায়। অনেক সময় স্বপ্ন দেখে সে যেন প্রকৃতির অকৃপণ পরিবেশে ঘুরছে।

১৩।     উদ্দীপকে বর্ণিত আরফানের চিন্তার সঙ্গে কোন কবিতার ভাবের সাযুজ্য রয়েছে?

            ক. ঐকতান      খ.  সাম্যবাদী

            গ. সেই অস্ত্র       ঘ. লোক-লোকান্তর

১৪।      উক্ত ভাবের যেভাবে মিল রয়েছে—

            i. প্রকৃতির প্রতি মমত্ববোধ

            ii. লোকালয়ের পরিবেশের প্রতি তুচ্ছতা

            iii. শ্যামলিমার প্রতি গভীর আকর্ষণ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৫।      কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?

            ক. মির আল মাহমুদ

            খ. মির শুকুর মাহমুদ

            গ. মির আবদুস শুকুর

            ঘ. মির আবদুস শুকুর আল মাহমুদ

 

            উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ

            ৮. ক ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ

            ১৫. ঘ।

 মন্তব্য