kalerkantho


অষ্টম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা   

৫ মার্চ, ২০১৭ ০০:০০১।        জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা কত ছিল?

            ক. ৪০   খ. ৫০ 

            গ. ৬০  ঘ. ৬৫

২।        জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?

            ক. ১৯১টি         খ. ১৯২টি

            গ. ১৯৩টি         ঘ. ১৯৪টি

৩।       জাতিসংঘের অঙ্গসংস্থা কয়টি?

            ক. ৪টি খ. ৫টি

            গ. ৬টি             ঘ. ৭টি

৪।        জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

            ক. প্যারিস       

            খ. লন্ডন

            গ. নিউ ইয়র্ক 

            ঘ. ওয়াশিংটন ডিসি

৫।        অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত জন?

            ক. ৩৪ জন       খ. ৪৫ জন

            গ. ৫৪ জন        ঘ. ৬৪ জন

৬।       আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

            ক. হেগ খ. প্যারিস

            গ. লন্ডন           ঘ. জেনেভা

৭।        জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?

            ক. তিন বছর  

            খ. চার বছর

            গ. পাঁচ বছর    

            ঘ. ছয় বছর

৮।       ইউনেসকো কত সালে প্রতিষ্ঠিত হয়?

            ক. ১৯৪৪ সালে খ. ১৯৪৫ সালে

            গ. ১৯৪৬ সালে ঘ. ১৯৪৭ সালে

৯।        জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ চালু করা হয়েছে?

            ক. রাষ্ট্রবিজ্ঞান

            খ. পপুলেশন সায়েন্স

            গ. শান্তি ও সংঘর্ষ

            ঘ. লোকপ্রশাসন

১০।      ‘ন্যাম’ গঠিত হয়—

            ক. ১৯৫১ সালে

            খ. ১৯৫৭ সালে

            গ. ১৯৬০ সালে

            ঘ. ১৯৬১ সালে

১১।      ন্যাম গঠনে ভারতের কোন প্রধানমন্ত্রী ভূমিকা রাখেন?

            ক. জওহরলাল নেহরু    

            খ. আবদুল নাসের

            গ. মার্শাল টিটো

            ঘ. মহাত্মা গান্ধী

১২।      ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

            ক. ব্রাসেলসে     খ. জেনেভায়

            গ. স্টকহোমে     ঘ. প্যারিসে

            উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. ঘ

            ১১. ক ১২. ক।

 মন্তব্য