kalerkantho


পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

পাঠ প্রস্তুতি

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

৪ মার্চ, ২০১৭ ০০:০০দ্বিতীয় অধ্যায়

পরিবেশদূষণ

     যোগ্যতাভিত্তিক :

১।   কোনটি বায়ুদূষণের কারণ?

     ক. কীটনাশকের ব্যবহার

     খ. কলকারখানার ধোঁয়া

     গ. উচ্চ শব্দে গান বাজানো

     ঘ. রাসায়নিক পদার্থের মিশ্রণ

     উত্তর : কলকারখানার ধোঁয়া

২।   কোনটি পানিদূষণের ফলে হয়?

     ক. শ্রবণশক্তি হ্রাস

     খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি

     গ. ডায়রিয়া

     ঘ. মাটির উর্বরতা হ্রাস

     উত্তর : ডায়রিয়া

৩।   মাটিদূষণের কারণ কোনটি?

     ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি

     খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার

     গ. কীটনাশকের ব্যবহার

     ঘ. মাটির উর্বরতা হ্রাস

     উত্তর : কীটনাশকের ব্যবহার

৪।   পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?

     ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা

     খ. মোটর গাড়ি ব্যবহার করা

     গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা

     ঘ. রিসাইকেল করা

     উত্তর : রিসাইকেল করা

৫।   তোমার বন্ধু সুমনের আগের তুলনায় শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। কারণ—

     ক. ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছিল

     খ. জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল

     গ. বাড়ির পাশে ইটের ভাটা আছে

     ঘ. বাড়ির পাশে হর্ন বাজিয়ে গাড়ি চলাচল করে

     উত্তর : বাড়ির পাশে হর্ন বাজিয়ে গাড়ি চলাচল করে

৬।   নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে?

     ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে

     খ. কাঠের আসবাবপত্র বর্জন করবে

     গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে

     ঘ. বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে

     উত্তর : বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে

৭।   তোমার বাসায় ব্যবহৃত প্লাস্টিকের কৌটা, পলিথিন, প্লাস্টিকের খেলনা খোলা জায়গায় ফেলে রাখলে নিচের কোনটি দূষণ হবে?

     ক. রাসায়নিক দূষণ

     খ. পানিদূষণ

     গ. মাটিদূষণ

     ঘ. বায়ুদূষণ

     উত্তর : মাটিদূষণ

৮।   শিপন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ কাকাকে দেখতে গেল। সেখানে কোন ধরনের দূষণের ফলে রোগীদের সমস্যা হয়?

     ক. মাটিদূষণ  খ. বায়ুদূষণ

     গ. শব্দদূষণ   ঘ. পানিদূষণ

     উত্তর : শব্দদূষণ

৯।   আমাদের দেশ থেকে শকুন ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে?

     ক. জনসংখ্যা বৃদ্ধি

     খ. পরিবেশদূষণ

     গ. হিমবাহ গলে যাওয়া

     ঘ. এসিড বৃষ্টির ফলাফল

     উত্তর : পরিবেশদূষণ

১০।  আজিমের বাবা জমিতে অতিরিক্ত  কীটনাশক ব্যবহার করে। এর প্রভাব কোনটি?

     ক. মাটির উর্বরতা নষ্ট হয়

     খ. উত্পাদন বৃদ্ধি পায়

     গ. বায়ু দূষিত হয়

     ঘ. খাদ্যশস্য ভালো হয়

     উত্তর : মাটির উর্বরতা নষ্ট হয়

     সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১।   তোমার এলাকায় শিল্প-কারখানা স্থাপিত হলে পরিবেশের কী অবস্থা হতে পারে?

     উত্তর : আমার এলাকায় নতুন শিল্প-কারখানা স্থাপিত হলে পরিবেশ দূষিত হতে পারে।

২।   পরিবেশ দূষিত হয় কিভাবে?

     উত্তর : বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশ দূষিত হয়।

৩।   বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়। এ দূষণের অন্যতম প্রধান কারণ কী?

     উত্তর : পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন।

৪।   দূষিত মাটিতে উত্পন্ন শাকসবজি খেলে তোমার কী হতে পারে?

     উত্তর : দূষিত মাটিতে উত্পন্ন শাকসবজি খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ হতে পারে।

৫।   বায়ুদূষণের ফলে মানুষের দেহে কী কী রোগ হতে পারে?

     উত্তর : বায়ুদূষণের ফলে মানুষের দেহে ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ ইত্যাদি হতে পারে।

৬।   পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। এরূপ দুটি রোগের নাম লেখো।

     উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হলো : কলেরা, ডায়রিয়া।

৭।   পরিবেশদূষণের দুটি কারণ লেখো।

     উত্তর : পরিবেশদূষণের দুটি কারণ হলো—

     (১) কলকারখানার কালো ধোঁয়া

     (২) কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার।

৮।   মাটিদূষণের জন্য দায়ী একটি পদার্থের নাম লেখো।

     উত্তর : মাটিদূষণের জন্য দায়ী একটি পদার্থ হলো প্লাস্টিক।মন্তব্য