kalerkantho


ষষ্ঠ শ্রেণি বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৪ মার্চ, ২০১৭ ০০:০০১।   মিনু ছাদে উঠে কাঁঠালগাছের ডালের দিকে চেয়ে থাকে—

     i) বাবার ফিরে আসার প্রত্যাশায়     

     ii) বাবাকে দেখার প্রত্যাশায়

     iii) বিদেশ থেকে অনেক জিনিস পাওয়ার আশায়

     নিচের কোনটি সঠিক?

     (ক) i     

     (খ) ii     

     (গ) i ও ii  

(ঘ) i ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রেবার মা ছোটবেলায় মারা যায়। মাসির কাছে বড় হয় রেবা। একটু বুদ্ধি হয়ে সে যখন মায়ের কথা জানতে চায়, তার মাসি তাকে জানায় যে তার মা বিদেশে গেছে। সেই থেকে রেবা মায়ের প্রতীক্ষায় দিন গোনে। বাসায় কোনো অপরিচিত মহিলা এলেই ভাবে রেবা তারই মা এটা।

২।   উদ্দীপকে রেবা মাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গল্পে মিনুর কিসের আকাঙ্ক্ষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

     (ক) মাকে পাওয়ার  

     (খ) বাবাকে পাওয়ার

     (গ) পিসিকে পাওয়ার

ৎর   (ঘ) মাসিকে পাওয়ার

৩।   উদ্দীপকে রেবা ও মিনু গল্পে মিনুর মাঝে মূলত প্রকাশিত হয়েছে—

     i) প্রিয়জনকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা  

     ii) অন্যের অনুগ্রহের যন্ত্রণা

     iii) ভালোবাসার আকাঙ্ক্ষা

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii  

     (খ) i ও iii  

     (গ) ii ও iii  

     (ঘ) i, ii ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কল্পনা মারুফ সাহেবের বাসার কাজের মেয়ে হলেও কেউ তাকে কাজের মেয়ে বলতে পারবে না। সে স্কুলে যায়। পোশাক, চাল-চলনে যেন মারুফ সাহেবেরই মেয়ে।

৪।   কল্পনার সঙ্গে মিনু ঘটনার তুলনার ভিত্তিতে বলা যায় যে—

     i) দুজন গৃহকর্তা প্রশংসার যোগ্য     

     ii) গৃহকর্তা দুজন আলাদা ধরনের মানুষ

     iii) কল্পনা মিনুর মতো বঞ্চিত নয়

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii  

     (খ) i ও iii  

     (গ) ii ও iii

     (ঘ) i, ii ও iii

৫।   সমাজে কল্পনার মতো মিনুদের যোগ্য স্থান দিলে—

     i) সমাজ উন্নত হবে

     ii) মানবিকতার জয় হবে

     iii) প্রতিবন্ধীরা করুণা লাভ করবে

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii

     (খ) i ও iii

     (গ) ii ও iii  

     (ঘ) i, ii ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     অধরা কথা বলতে পারে না বলে কেউ তাকে খেলতে নেয় না। কিন্তু সে মন খারাপ না করে তার পোষা বিড়ালের সঙ্গে সারা দিন ভাব বিনিময় করে।

৬।   উদ্দীপকের অধরা চরিত্রটি তোমার পঠিত কোন পাঠের সঙ্গে মিল রয়েছে?

     (ক) সততার পুরস্কার

     (খ) মানুষজাতি

     (গ) তোলপাড়           

     (ঘ) মিনু

৭।   উক্ত পাঠের মূল কথা হলো—

     (ক) শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ

     (খ) ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের প্রতি সংবেদনশীলতা

     (গ) বিচিত্র মানুষ পরিবেশ সম্পর্কে কৌতূহলী হওয়া

     (ঘ) প্রতিবেশী মানুষ সম্পর্কে জানা

    

     নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জামাল জন্মান্ধ ছেলে। ছোট থেকেই এ নিয়ে তার অবশ্য কোনো দুঃখবোধ নেই। সে স্বপ্ন দেখে বড় হওয়ার। এ প্রতিবন্ধকতা সে জয় করতে চায়।

৮।   জামাল চরিত্রের সঙ্গে ‘মিনু’ গল্পের মিনু চরিত্রের সাদৃশ্য কোন বিষয়ে?

     (ক) উভয়ে জন্মান্ধ         (খ) উভয়ে সুবিধাবঞ্চিত

     (গ) উভয়ে প্রতিবন্ধী        (ঘ) উভয় উচ্চাকাঙ্ক্ষী

৯।   প্রতিবন্ধকতা সত্ত্বেও জামাল ও মিনুর বড় হওয়ার স্বপ্ন দেখার পেছনে বড় কারণ কোনটি?

     (ক) জীবনকে তুচ্ছ না ভাবা        (খ) উভয়েই আশাবাদী

     (গ) উভয়েই স্বপ্নচারী       (ঘ) প্রতিবন্ধকতার দুঃখ

১০।  বনফুল পেশায় কী ছিলেন?

     (ক) চিকিৎসক                 (খ) অধ্যাপক

     (গ) উকিল        

     (ঘ) ব্যবসায়ী

    

     উত্তর :

১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক।মন্তব্য