kalerkantho


পঞ্চম শ্রেণি গণিত

পাঠ প্রস্তুতি

মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

৪ মার্চ, ২০১৭ ০০:০০পঞ্চম শ্রেণি গণিত

১।   গুণ কিসের সংক্ষিপ্ত রূপ?

     ক. যোগের   খ. বিয়োগের

     গ. ভাগের    ঘ. কোনোটিই নয়

     উত্তর : যোগের

২।   গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝে কোন চিহ্ন বসাতে হয়?

     ক. –       খ. + গ. -       ঘ. —

     উত্তর : –

৩।   সীমা বেগম প্রতিদিন ২ ঘণ্টা করে হাঁটেন। তিনি প্রতি মাসে কত ঘণ্টা হাঁটেন?

     ক. ১৪ ঘণ্টা  খ. ৩০ ঘণ্টা 

     গ. ৬০ ঘণ্টা  ঘ. ৯০ ঘণ্টা

     উত্তর : ৬০ ঘণ্টা

     সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :

১।   গুণ নির্ণয়ের সূত্র কী?

     উত্তর : গুণ্য = গুণফল — গুণক

২।   গুণক নির্ণয়ের সূত্রটি লেখো।

     উত্তর : গুণক = গুণফল — গুণ্য

৩।   গুণ কিসের সংক্ষিপ্ত রূপ?

     উত্তর : গুণ যোগের সংক্ষিপ্ত রূপ।

৪।   ১টি কলমের দাম ১০ টাকা হলে, ১ ডজন কলমের দাম কত?

     উত্তর : ১টি কলমের দাম ১০ টাকা

     সুতরাং ১২টি  ”  ” (১০–১২) ” [যেহেতু ১ ডজন = ১২টি]

     = ১২০ টাকা

     উত্তর : ১২০ টাকা

৫।  গুণ্য ৪৯ এবং গুণক ১০ হলে, গুণফল কত?

     উত্তর : গুণফল ৪৯০

৬।   দুটি সংখ্যার গুণফল ৮৮০০। একটি সংখ্যা ৮৮ হলে, অপর সংখ্যা কত?

     উত্তর : ১০০

৭।   একটি চৌবাচ্চায় ২০ লিটার পানি ধরে। এরূপ ১০টি চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে?

     উত্তর : ২০০ লিটার

৮।   গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?

     উত্তর : ০.২৫

৯।   এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরের কত টাকা আয় করেন?

     উত্তর : ৬৩৮৭৫ টাকা

১০।  একটি খাতার দাম ৩২ টাকা হলে এর দ্বিগুণসংখ্যক খাতার দাম কত?

     উত্তর : ৬৪ টাকামন্তব্য