kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৩ মার্চ, ২০১৭ ০০:০০১।        ট্রেড কোন ধরনের বাধা অপসারণ করে?

            ক. অর্থগত         

            খ. ব্যক্তিগত

            গ. ঝুঁকিগত        

            ঘ. সময়গত

২।        অশোধিত খনিজ তৈল থেকে ডিজেল কোন শিল্পের অন্তর্গত?

            ক. প্রাথমিক শিল্প

            খ. উৎপাদন শিল্প

            গ. বিশ্লেষণমূলক শিল্প

            ঘ. যৌগিক শিল্প

৩।        সামাজিক ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা হলো-

            i. সমাজের চাহিদাসম্পন্ন পণ্য তৈরি ও বাজারজাতকরণ

            ii. বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা

            iii. সহ-অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসায় শুরু

            নিচের কোনটি সঠিক

            ক. i ও ii           

            খ. i ও iii          

            গ. ii ও iii         

            ঘ. i, ii ও iii

৪।        অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান করা কোন ধরনের সহায়তার অন্তর্গত?

            ক. উৎসাহমূলক

            খ. সমর্থমূলক

            গ. সংরক্ষণমূলক

            ঘ. উদ্দীপনামূলক

৫।        বিমসেটকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

            ক. ঢাকা

            খ. নেপাল

            গ. মালদ্বীপ

            ঘ. জেনেভা

৬।        নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বণ্টনে একমালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন?

            ক. ভোক্তার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রক্ষা

            খ. বিক্রয় বৃদ্ধি করা যায়

            গ. দক্ষ বণ্টনব্যবস্থা বজায়

            ঘ. অধিক মুনাফা অর্জন

 

            নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭-৯ নং প্রশ্নের উত্তর দাও :

            অপু ও তার তিন বন্ধু ফ্রেন্ডস টি-শার্টের একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। প্রতিষ্ঠানটির মোট মূলধনের পরিমাণ ২০,০০,০০০ টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ করতে তারা ২,০০,০০০ টাকা মূলধন সরবরাহের শর্তে শিপলু নামক একজন নাবালককে অংশীদার হিসেবে গ্রহণ করেন।

৭।        উদ্দীপকের অংশীদারি প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির?

            ক. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়

            খ. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়

            গ. নির্দিষ্ট সময়ের অংশীদারি ব্যবসায়

            ঘ. নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসায়

৮।        ব্যবসায়ে শিপলু কত টাকা পর্যন্ত দায় বহন করবে?

            ক. ৫,০০,০০০ টাকা

            খ. ৪,০০,০০০ টাকা

            গ. ২,০০,০০০ টাকা

            ঘ. ৫০,০০০ টাকা

৯।        ব্যবসায়ে শিপলুর অধিকারসমূহ কী কী?

            i. চুক্তিতে নির্দিষ্ট হারে মুনাফা ভোগ

            ii. স্বার্থ আদায়ের জন্য অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা

            iii. ব্যবসায়ে রক্ষিত তার মূলধন ও মুনাফা পর্যন্ত দায় বহন

            নিচের কোনটি সঠিক

            ক. i ও ii                        খ. ii ও iii

            গ. i ও iii           ঘ. i, ii ও iii

১০।      সমবায় সমিতির জন্য নিম্নের কোনটি উপযুক্ত?

            ক. সমশ্রেণির মানুষের সংগঠন

            খ. মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত

            গ. বৃহদায়তন সুবিধা ভোগ

            ঘ. বিভিন্ন শ্রেণির মানুষের সংগঠন

১১।      কোম্পানির পরিচালনা পর্ষদ কে নির্বাচন করেন?

            ক. কোম্পানি নিবন্ধক

            খ. শেয়ারহোল্ডাররা

            গ. প্রবর্তকরা

            ঘ. ব্যবস্থাপনা প্রতিনিধি

১২।      ‘ক’ ও ‘খ’ দুটি কোম্পানি। ‘ক’ যদি ‘খ’ কোম্পানির ৭৫% শেয়ার ক্রয় করে নেয় তাহলে ‘ক’ কোন ধরনের কোম্পানি?

            ক. হোল্ডিং কোম্পানি

            খ. বিধিবদ্ধ কোম্পানি

            গ. প্রাইভেট লিমিটেড কোম্পানি

            ঘ. সাবসিডিয়ারি কোম্পানি

১৩।      সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয় কত সালে?

            ক. ১৯১৩ সালে  

            খ. ১৯৯৪ সালে

            গ. ১৮৪৪ সালে  

            ঘ. ১৮৫০ সালে

১৪।      কার জন্য স্মারকলিপি থাকা বাধ্যতামূলক?

            i. প্রাইভেট লিমিটেড কোম্পানি

            ii. পাবলিক লিমিটেড কোম্পানি

            iii. অংশীদারি ব্যবসায়

            নিচের কোনটি সঠিক?

            ক. i                   খ. ii

            গ. i ও iii                       ঘ. i, ii ও iii

১৫।      প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায়ের কাজকর্ম শুরু করতে পারে—

            ক. নিবন্ধনের পর

            খ. বিবরণপত্র প্রচারের পর

            গ. স্মারকলিপি তৈরির পর

            ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর

 

            উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. গ

৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ক।মন্তব্য