kalerkantho


নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

এ কে এম হুমায়ূন কবীর, সহকারী শিক্ষক, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১। লেনদেনের দলিলপত্রাদি কত ধরনের হতে পারে?

    ক. ৮ ধরনের

    খ. ৭ ধরনের

    গ. ৬ ধরনের

    ঘ. ৫ ধরনের

২। কাদের মধ্যে চালান হস্তান্তর হয়?

    ক. ক্রেতা-বিক্রেতা

    খ. বিক্রেতা-ক্রেতা

    গ. ক্রয়চালান-বিক্রয়চালান

    ঘ. ক্রয়কারী-বিক্রয়কারী

৩। কারবারি বাট্টা নির্ধারণ করেন কে?

    ক. ক্রেতা

    খ. বিক্রেতা 

    গ. ক+খ 

    ঘ. প্রতিষ্ঠান

৪। কারবারি বাট্টা নির্ধারণ করা হয়—

    ক. মোট মূল্যের ওপর

    খ. ক্রয় মূল্যের ওপর

    গ. বিক্রয় মূল্যের ওপর

    ঘ. নিট মূল্যের ওপর

৫। চালান হলো—

    i. ক্রেতার নিকট বহিঃচালান

    ii. বিক্রেতার নিকট আন্তঃচালান

    iii. উভয়ের নিকট বহিঃচালান

    ক. i ও ii

    খ. ii ও iii

    গ. i ও iii 

    ঘ. i, ii ও iii

৬। ভ্যাট চালান কী?

    ক. প্রমাণ

    খ. দলিল

    গ. লেনদেন 

    ঘ. শুল্ক

 

উত্তরগুলো মিলিয়ে নাও : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক  ৫. ক ৬. খমন্তব্য