kalerkantho


পঞ্চম শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ

১।        শক্তির মূল উৎস কোনটি?

            ক. উদ্ভিদ            খ. সূর্য

            গ. চাঁদ   ঘ. প্রাণী

            উত্তর : সূর্য

২।        কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?

            ক. আলো            খ. পানি

            গ. খাদ্য ঘ. বাতাস

            উত্তর : খাদ্য

৩।        নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

            ক. ঘাসফড়িংন্ঘাসন্সাপন্ব্যাঙ

            খ. ব্যাঙন্ঘাসফড়িংন্ঘাসন্সাপ

            গ. সাপন্ঘাসফড়িংন্ঘাসন্ব্যাঙ

            ঘ. ঘাসন্ঘাসফড়িংন্ব্যাঙন্সাপ

            উত্তর : ঘাসন্ঘাসফড়িংন্ব্যাঙন্সাপ

৪।        শাপলা, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদ পানিতে বাস করে। এসব উদ্ভিদের জন্য পানি হলো—

            ক. আশ্রয়স্থল       খ. আবাসস্থল

            গ. জীবন            ঘ. খাদ্য

            উত্তর : আবাসস্থল

৫।        পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। তাদের একটি জীব হলে অপরটি কী?

            ক. মাটি

            খ. পানি

            গ. বায়ু

            ঘ. জড়

            উত্তর : জড়

৬।        ‘ক’ শক্তি পায় খাদ্য থেকে। উদ্ভিদের পরাগায়ণ ও বীজের বিস্তরণের জন্য ‘ক’-এর ওপর নির্ভর করতে হয়। ‘ক’ কী?

            ক. উদ্ভিদ            খ. প্রাণী

            গ. খাদ্য ঘ. সবুজ উদ্ভিদ

            উত্তর : প্রাণী

৭।        পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। এর কারণ হলো—

            ক. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না

            খ. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে

            গ. প্রাণী খাদ্যের অপচয়রোধ করতে পারে

            ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না

            উত্তর : প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না

৮।        উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। নিচের কোনটি এ ধরনের উদ্ভিদ?

            ক. মানুষ            খ. ছাগল

            গ. গরু   ঘ. ঘাস

            উত্তর : ঘাস

৯।        মিতু পঞ্চম শ্রেণির ছাত্রী। তার চারপাশের সব কিছু নিয়ে কী গঠিত হয়?

            ক. দুনিয়া            খ. পরিবেশ

            গ. স্কুল   ঘ. ঘর

            উত্তর : পরিবেশ

১০।      প্রাণীর মৃতদেহ মাটিতে পচে প্রাকৃতিক সার তৈরি হয়। এতে মাটি কী হয়?

            ক. অনুর্বর হয়      খ. দূষিত হয়

            গ. উর্বর হয়         ঘ. ক্ষয় হয়

            উত্তর : উর্বর হয়

১১।      সব প্রাণীই বেঁচে থাকতে চায়। এ জন্য তাদের কোনটির প্রয়োজন হয়?

            ক. কার্বন ডাই-অক্সাইড

            খ. বস্ত্র

            গ. শিক্ষা

            ঘ. শক্তি

            উত্তর : শক্তি

১২।      প্রাণী খাদ্যের জন্য কার ওপর নির্ভরশীল?

            ক. আলোর          খ. মানুষের

            গ. বাতাসের        ঘ. উদ্ভিদের

            উত্তর : উদ্ভিদের

১৩।      গাছের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?

            ক. ইউরিয়া          খ. পটাশ

            গ. ফসফরাস       ঘ. অ্যামোনিয়া

            উত্তর : ইউরিয়া

১৪।      সব শক্তির প্রধান উৎস কোনটি?

            ক. চন্দ্র   খ. মঙ্গলগ্রহ

            গ. সূর্য    ঘ. পৃথিবী

            উত্তর : সূর্য

১৫।      সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?

            ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে

            গ. শ্বাসকার্যে        ঘ. পরাগায়ণে

            উত্তর : খাদ্য তৈরিতে

১৬।      বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল?

            ক. নাইট্রোজেন ও অক্সিজেন

            খ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড

            গ. অক্সিজেন ও হাইড্রোজেন

            ঘ. নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড

            উত্তর : অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড

১৭।      যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে, তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি?

            ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে

            খ. পাখি বেশি পরিমাণ মাছ খেতে পারবে

            গ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে

            ঘ. ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে

            উত্তর : ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে

১৮।      মিনা বিজ্ঞান বইয়ে জীব ও জড় পদার্থের পার্থক্য সম্পর্কে জানল। মিনার জানা জড় উপাদান কোনটি?

            ক. বায়ু   খ. মানুষ

            গ. পাখি ঘ. গাছপালা

            উত্তর : বায়ু

১৯।      প্রাণী সর্বদা শ্বাস গ্রহণ ও ত্যাগ করছে, নিচের কোনটির অনুপস্থিতিতে প্রাণীর ক্রিয়া বন্ধ হয়ে যাবে?

            ক. উদ্ভিদ            খ. মাটি

            গ. পানি  ঘ. অক্সিজেন

            উত্তর : অক্সিজেন

 মন্তব্য