kalerkantho


নবম ও দশম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা

সংক্ষিপ্ত প্রশ্ন

তাহেরা খানম, সহকারী শিক্ষক মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিরপুর, ঢাকা   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১। ‘সিভিস’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘সিভিস’ শব্দের অর্থ নাগরিক (Citizen)।

২। সিভিটাস শব্দের অর্থ কী?

উত্তর : সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র (City State)।

৩। প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কী গড়ে উঠত?

উত্তর : প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র (City State) গড়ে উঠত।

৪। প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরসরি অংশগ্রহণ করত, তাদের কী বলা হতো?

উত্তর : প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত, তাদের নাগরিক বলা হতো।

৫। প্রাচীন গ্রিসে কারা নাগরিকের মর্যাদা পেত না?

উত্তর : প্রাচীন গ্রিসে দাস, মহিলা ও বিদেশিরা নাগরিকের মর্যাদা পেত না।

৬। একটি রাষ্ট্রের ভূখণ্ড বলতে কী বোঝায়?

উত্তর : একটি রাষ্ট্রের ভূখণ্ড বলতে তার স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়।

৭। ভারতের জনসংখ্যা প্রায় কত কোটি?

উত্তর : ভারতের জনসংখ্যা প্রায় ১২১ কোটি।

৮। বাংলাদেশে কত বছর বয়সের নিচে ভোটাধিকার পায় না?

উত্তর : বাংলাদেশে ১৮ বছর বয়সের নিচে ভোটাধিকার পায় না।

৯। মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ সৃষ্টি হয় কোথায়?

উত্তর : মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ সৃষ্টি হয় পরিবারে।

১০। জীবনের প্রথম পাঠশালা বলা হয় কোনটিকে?

উত্তর : জীবনের প্রথম পাঠশালা বলা হয় পরিবারকে।

১১। পরিবারকে কেন্দ্র করে কী কী অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়?

উত্তর : পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মত্স্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়।

১২। এক দল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে কী বলে?

উত্তর : এক দল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলে।

১৩। সমাজের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : সমাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস।

১৪। রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

১৫। পৃথিবীতে মোট কয়টি রাষ্ট্র আছে?

উত্তর : পৃথিবীতে মোট ২০৬টি রাষ্ট্র আছে।

১৬। রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে?

উত্তর : রাষ্ট্রের চারটি উপাদান রয়েছে।

১৭। রাষ্ট্রের চারটি উপাদান কী কী?

উত্তর : রাষ্ট্রের চারটি উপাদান হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।

১৮। সরকারের তিনটি বিভাগ কী কী?

উত্তর : সরকারের তিনটি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

১৯। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?

উত্তর : রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব।

২০। রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি?

উত্তর : রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব।

২১। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ কোনটি?

উত্তর : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ হচ্ছে ঐশী মতবাদ।

 মন্তব্য