kalerkantho


অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

        অনাথিনী রতনকে ছেড়ে পোস্ট মাস্টার চলে যাবেন। এত দিন পোস্ট মাস্টারের তত্ত্বাবধানে রতনের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু পোস্ট মাস্টারকে অন্যত্র বদলি করা হয়েছে। সেখানে রতনকে নিয়ে যাওয়া যাবে না। সমাজের ভয় আছে। নৌকা ছেড়ে দিয়েছে। পোস্ট মাস্টারের নৌকার পালে বাতাস লেগেছে। কিন্তু তার মন পড়ে আছে গ্রামের অসহায় মেয়ে রতনের কাছে। এখন অভাগী রতন দেখবে তার মনিবের ঘরটি ফাঁকা পড়ে আছে।

১।     ওপরের উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?

        ক. সৌহার্দ্য ছিন্ন হওয়ায়

        খ. প্রিয়জনের সান্নিধ্য পাওয়ায়

        গ. নতুন কর্মস্থলে পৌঁছায়

        ঘ. দেহের অনুকূলে মন যাওয়ায়

২।     অতিথির সঙ্গে লেখকের কিরূপ সম্পর্ক গড়ে উঠেছিল?

        ক. বৈরী সম্পর্ক

        খ. মমত্বের সম্পর্ক

        গ. নির্মম সম্পর্ক

        ঘ. বিচিত্র সম্পর্ক

৩।     ‘অতিথির স্মৃতি’ গল্পটি—

        ক. আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত

        খ. আমাদের বাস্তব জীবনের সঙ্গে কল্পনামিশ্রিত

        গ. আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন

        ঘ. আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা

৪।     ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে—

        ক. ঘৃণা ও অবহেলা

        খ. অযত্ন ও অবহেলা

        গ. সহানুভূতি ও ভালোবাসা

        ঘ. অসহযোগিতা ও অবহেলা

৫।     ‘অতিথির স্মৃতি’ গল্প অবলম্বনে মানবেতর প্রাণী সম্পর্কে আমাদের মনে যে ধারণার উদ্ভব হয়—

        ক. এ ধরনের প্রাণীরা নিরীহ প্রকৃতির হয়

        খ. এ ধরনের প্রাণীরা উপোস করে দিন কাটায়

        গ. এ ধরনের প্রাণীদের অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়

        ঘ. এ ধরনের প্রাণীরা মানুষের সহানুভূতি চায়

৬।     মানবেতর প্রাণীদের আছে আমাদের মতো বৈশিষ্ট্য—

        i. রোগের

        ii. অনুভূতির

        iii. প্রীতির

        নিচের কোনটি সঠিক?

        ক. i                   খ. i ও ii

        গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৭।     অতিথি গেটের বাইরে দাঁড়িয়ে—

        i. লেখকের সঙ্গে দেখা করার জন্য

        ii. লেখকের মনের ভাব বোঝার জন্য

        iii. লেখকের সঙ্গে মমতার সম্পর্কের জন্য

        নিচের কোনটি সঠিক?

        ক. ii                  খ. iii

        গ. i ও iii            ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খমন্তব্য