kalerkantho


এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. শহিদুল ইসলাম, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জাদুঘরে কেন যাব

১।        ‘জাদুঘরে কেন যাব’ কোন ধরনের রচনা?

            ক. গল্প  খ. ছোটগল্প

            গ. রচনা ঘ. ভ্রমণকাহিনি

২।        পৃথিবীর প্রথম জাদুঘর খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে স্থাপিত হয়?

            ক. এক  খ. দুই

            গ. তিন   ঘ. চার

৩।        পৃথিবীর প্রথম জাদুঘরে ছিল—

            i. গ্রন্থাগার ii. উদ্ভিদ উদ্যান iii. চিড়িয়াখানা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                        খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৪।        আলেকজান্দ্রিয়ার জাদুঘরের মুখ্য উদ্দেশ্য কী ছিল?

            ক. ছবি প্রদর্শন

            খ. ইতিহাস সংরক্ষণ

            গ. দর্শন চর্চা

            ঘ. সংস্কৃতি চর্চা

৫।        বলধা গার্ডেন কে প্রতিষ্ঠা করেন?

            ক. নরেন্দ্র নারায়ণ চৌধুরী

            খ. ধীরেন্দ্রনাথ সরকার

            গ. ঠাকুরদাস

            ঘ. তর্কবাগীশ

            উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শিলা তার বাবার সঙ্গে একটি সংগ্রহশালায় যায়। সেখানে সে হানাদার বাহিনীর বিভিন্ন ধ্বংসযজ্ঞ, বীরযোদ্ধাদের স্মৃতিসহ স্বাধীনতার চেতনামূলক বিভিন্ন নিদর্শন দেখতে পায়।

৬।        শিলার দেখা সংগ্রহশালাটি কোন ধরনের জাদুঘর?

            ক. মত্স্যাধার

            খ. মুক্তিযুদ্ধ জাদুঘর

            গ. সামরিক জাদুঘর

            ঘ. উদ্ভিদ উদ্যান

৭।        জাদুঘর তুলে ধরে—

            i. জাতীয় ঐতিহ্য 

            ii. সাম্প্রতিক ঘটনা 

            iii. অতীত ইতিহাস

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৮।        ল্যুভ (Louvre) মিউজিয়ামটি কোন দেশে অবস্থিত?

            ক. ইতালি           খ. ইংল্যান্ড

            গ. ফ্রান্স ঘ. রাশিয়া

৯।        ‘রেনেসাঁস’ শব্দের অর্থ কী?

            ক. আন্দোলন       খ. বিপ্লব

            গ. নবজাগরণ      ঘ. পুনরুত্থান

১০।      কোন শতকে জাদুঘর স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলে?

            ক. সতেরো          খ. আঠারো

            গ. উনিশ ঘ. বিশ

১১।      আঁখি ভেষজবিদ্যা সম্পর্কে জানতে চায়। তাকে যেতে হবে—

            ক. মরূদ্যানে     খ. উদ্ভিদ উদ্যানে

            গ. জাদুঘরে      ঘ. চিড়িয়াখানায়

১২।      ‘টাওয়ার অব লন্ডন’ কোন দেশে অবস্থিত?

            ক. যুক্তরাজ্যে       খ. যুক্তরাষ্ট্রে

            গ. ফ্রান্সে                        ঘ. রাশিয়ায়

১৩।      ‘Architecture’ শব্দটির অর্থ কী?

            ক. স্থাপত্য          খ. ভাস্কর্য

            গ. কলাকৌশল     ঘ. শিল্পবিজ্ঞান

১৪।      অ্যাশমোলিয়ান মিউজিয়াম গড়ে ওঠে কার উদ্যোগে?

            ক. সরকারি          খ. রাষ্ট্রীয়

            গ. ব্যক্তিগত        ঘ. জাতীয়

১৫।      উনিশ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল—

            i. পুঁজিবাদের প্রভাবে  ii. প্রযুক্তি বিকাশের ফলে

            iii. সরকারের চাপে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                        খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

            উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ    ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক।মন্তব্য