kalerkantho


পঞ্চম শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        নিচের কোনটি বায়ুর প্রধান উপাদান?

            ক. হিলিয়াম        

            খ. আর্গন

            গ. ওজোন         

            ঘ. নাইট্রোজেন

            উত্তর : নাইট্রোজেন

২।        চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?

            ক. অক্সিজেন

            খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. নাইট্রোজেন

            ঘ. জলীয় বাষ্প

            উত্তর : নাইট্রোজেন

৩।        উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে কোন গ্যাস নিয়ে যেতে হয়?

            ক. অক্সিজেন

            খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. নাইট্রোজেন

            ঘ. কার্বন মনোক্সাইড

            উত্তর : অক্সিজেন

৪।        কোন গ্যাসটি বিষাক্ত?

            ক. অক্সিজেন

            খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. নাইট্রোজেন

            ঘ. কার্বন মনোক্সাইড

            উত্তর : কার্বন মনোক্সাইড

৫।        জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?

            ক. অক্সিজেন

            খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. নাইট্রোজেন

            ঘ. নিয়ন

            উত্তর : কার্বন ডাই-অক্সাইড

৬।        বায়ুর কোন উপাদান সবচেয়ে বেশি?

            ক. অক্সিজেন

            খ. নাইট্রোজেন

            গ. কার্বন ডাই-অক্সাইড

            ঘ. জলীয় বাষ্প

            উত্তর : নাইট্রোজেন

৭।        কোন রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়?

            ক. ডিপথেরিয়ার   

            খ. শ্বাসকষ্টের

            গ. হুপিংকাশির    

            ঘ. যক্ষ্মার

            উত্তর : শ্বাসকষ্টের

৮।        বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় কোন সার প্রস্তুতিতে?

            ক. ইউরিয়া         

            খ. পটাশ

            গ. জৈব 

            ঘ. টিএসপি

            উত্তর : ইউরিয়া

৯।        বায়ু প্রবাহ আমরা কোন কাজে লাগাতে পারি?

            ক. গাড়ি চালাতে

            খ. পালতোলা নৌকায়

            গ. রিকশা চালাতে

            ঘ. গাছপালা কাটতে

            উত্তর : পালতোলা নৌকায়

১০।      দূষিত বায়ুর কারণে মানবদেহে নিচের কোন রোগটি হয়?

            ক. জন্ডিস          

            খ. হাঁপানি

            গ. আমাশয়        

ঘ. ডায়রিয়া        

            উত্তর : হাঁপানি

 মন্তব্য