kalerkantho


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        তথ্য-প্রযুক্তিতে তথ্যকে কী বলা হয়?

            ক. উৎপাদন       

            খ. ওয়েব পেজ

            গ. প্রক্রিয়াকরণ   

            ঘ. কাঁচামাল সম্পদ

            উত্তর : কাঁচামাল সম্পদ

২।        আধুনিক পৃথিবীকে কী বলা হয়?

            ক. রসায়ন-প্রযুক্তির পৃথিবী 

            খ. কৃষি-প্রযুক্তির পৃথিবী

            গ. জৈব-প্রযুক্তির পৃথিবী    

            ঘ. তথ্য-প্রযুক্তির পৃথিবী

            উত্তর : তথ্য-প্রযুক্তির পৃথিবী

৩।        তথ্য-প্রযুক্তিতে কোনটি কাঁচামালের মতো?

            ক. ডাটা 

            খ. তথ্য

            গ. উপাত্ত           

            ঘ. সবগুলো

            উত্তর : সবগুলো

৪।        প্রতি ১০ বছরে জ্ঞানের বিস্তার ঘটেছে—

            ক. দ্বিগুণ

            খ. তিন গুণ

            গ. চার গুণ         

            ঘ. আট গুণ

            উত্তর : দ্বিগুণ

৫।        তথ্য জানার সঙ্গে সঙ্গে কী করতে হয়?

            ক. সংরক্ষণ করতে হয়      

            খ. যোগাযোগ করতে হয়

            গ. গোপন করতে হয়        

            ঘ. মুছে ফেলতে হয়

            উত্তর : সংরক্ষণ করতে হয়

৬।        হৃদরোগ বা ক্যান্সারে কেউ আক্রান্ত হলে তা নির্ণয়ে কোনটি প্রয়োজন?

            ক. তথ্য প্রেরণ                 

            খ. তথ্য সংগ্রহ

            গ. ল্যাকটোমিটার             

            ঘ. ব্যারোমিটার

            উত্তর : তথ্য সংগ্রহ

৭।        ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছিল?

            ক. যোগাযোগ-প্রযুক্তি

            খ. শিক্ষা-প্রযুক্তি

            গ. তথ্য-প্রযুক্তি                

            ঘ. চিকিৎসা-প্রযুক্তি

            উত্তর : তথ্য-প্রযুক্তি

৮।        তথ্য-প্রযুক্তি বলতে বোঝায়—

            ক. তথ্য সংগ্রহ করা          

            খ. তথ্যের প্রক্রিয়া করা

            গ. তথ্য প্রেরণ করা

            ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা

            উত্তর : তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা

৯।        কোনটি তথ্য-প্রযুক্তির কাজ?

            ক. তথ্য প্রেরণ করা          

            খ. তথ্য প্রচার করা

            গ. তথ্য ধারণ করা           

            ঘ. ক ও গ

            উত্তর : ক ও গ

১০।      কম্পিউটারের মূল অংশ কয়টি?

            ক. ২টি   খ. ৩টি

            গ. ৪টি   ঘ. ৫টি

            উত্তর : ৩টি

১১।      তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্যপ্রাপ্তি হলো—

            ক. ইনপুট          

            খ. আউটপুট

            গ. ডিভাইস        

            ঘ. তথ্য বিপ্লব

            উত্তর : আউটপুট

১২।      নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার

            ক. ইন্টারনেট এক্সপ্লোরার  

            খ. ইয়াহু

            গ. বিং               

            ঘ. সবগুলো

            উত্তর : ইন্টারনেট এক্সপ্লোরার

১৩।      বিশ্বজুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?

            ক. ইন্টারনেট      

            খ. ফ্যাক্স

            গ. মোবাইল       

            ঘ. রিমোট কন্ট্রোল

            উত্তর : ইন্টারনেট

১৪।      যেকোনো দেশের সাহিত্য, শিল্পকলা ইত্যাদি সম্পর্কে জানা যায় কোনটির কল্যাণে?

            ক. কম্পিউটার     

            খ. রেডিও

            গ. তথ্য-প্রযুক্তি    

            ঘ. বিজ্ঞান

            উত্তর : তথ্য-প্রযুক্তি

১৫।      ইন্টারনেট ব্যবহার করে নিচের কোন কাজটি করতে পারি?

            ক. ভিডিও কনফারেন্স       

            খ. রেলগাড়ি চালনা

            গ. বিমান চালনা  

            ঘ. মোটরগাড়ি চালনা

            উত্তর : ভিডিও কনফারেন্স

১৬।      নিচের কোনটি সঠিক?

            ক. চাঁদ একটি নক্ষত্র         

            খ. চাঁদ একটি উপগ্রহ

            গ. চাঁদ একটি গ্রহ

            ঘ. চাঁদ একটি গ্রহাণু

            উত্তর : চাঁদ একটি উপগ্রহ

১৭।      দিন-রাত্রির কারণ হলো—

            ক. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে

            খ. সূর্য উদয় হয় ও অস্ত যায়

            গ. পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়

            ঘ. চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে

            উত্তর : পৃথিবী নিজ অক্ষের ওপর পাক খায়

১৮।      ঋতু পরিবর্তন হয় কখন?

            ক. পৃথিবীর আহ্নিক গতির জন্য

            খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য

            গ. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে

            ঘ. সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে

            উত্তর : পৃথিবীর বার্ষিক গতির জন্য

১৯।      কোনটি সৌরজগতের বস্তু নয়?

            ক. পৃথিবী       

            খ. ধূমকেতু     

            গ. গ্যালাক্সি      

            ঘ. চাঁদ

            উত্তর : গ্যালাক্সি

২০।      সূর্যে প্রধানত কোন কোন গ্যাস থাকে?

            ক. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড

            খ. হাইড্রোজেন ও হিলিয়াম

            গ. নাইট্রোজেন ও নিয়ন

            ঘ. অক্সিজেন ও হাইড্রোজেন

            উত্তর : হাইড্রোজেন ও হিলিয়াম

২১।      আয়তনের তুলনায় চাঁদ পৃথিবীর কত ভাগ?

            ক. পঞ্চাশ ভাগের এক ভাগ           

            খ. ষাট ভাগের এক ভাগ

            গ. সত্তর ভাগের এক ভাগ  

            ঘ. আশি ভাগের এক ভাগ

            উত্তর : পঞ্চাশ ভাগের এক ভাগমন্তব্য