kalerkantho


সপ্তম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        বাংলাদেশে জাতীয় পর্যায়ে কয় ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়?

            ক. দুই   খ. তিন

            গ. চার  ঘ. পাঁচ

২।        বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসনসংখ্যা—

            ক. ২৫০টি         খ. ৩০০টি

            গ. ৩৪০টি         ঘ. ৩৫০টি

৩।       কত বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন?

            ক. তিন বছর   খ. চার বছর

            গ. পাঁচ বছর     ঘ. ছয় বছর

৪।        ‘লালন মেলা’ কোথায় অনুষ্ঠিত হয়?

            ক. শিলাইদহে   

            খ. সুনামগঞ্জে

            গ. কুষ্টিয়ায়      

            ঘ. সাগরদাঁড়িতে

৫।        ‘মধু মেলা’ কোথায় অনুষ্ঠিত হয়?

            ক. শিলাইদহে   

            খ. অম্বিকাপুরে

            গ. কুষ্টিয়ায়      

            ঘ. সাগরদাঁড়িতে

৬।       উপজেলা চেয়ারম্যান কত বছরের জন্য নির্বাচিত হন?

            ক. দুই বছর     

            খ. তিন বছর

            গ. চার বছর    

            ঘ. পাঁচ বছর

৭।        দেশে বর্তমানে পৌরসভা আছে কয়টি?

            ক. ৩০০টি         খ. ৩০৫টি

            গ. ৩১৪টি        

            ঘ. ৩১৫টি

৮।       বাংলাদেশে বর্তমানে সিটি করপোরেশন আছে—

            ক. ৭টি 

            খ ১০টি

            গ. ১১টি           

            ঘ ১৫টি

৯।        জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া কী?

            ক. জনসভা     খ. নির্বাচন

            গ. মৌখিক মত ঘ. মৌখিক সমর্থন

১০।      নির্বাচন পদ্ধতি প্রধানত কয় ধরনের?

            ক. দুই              

            খ. তিন

            গ. চার 

            ঘ. পাঁচ

১১। নির্বাচনের মাধ্যমে—

            i. জনগণ প্রতিনিধি নির্বাচন করে

            ii. রাষ্ট্রের জনগণের মতামত প্রকাশ পায়

            iii. গণতন্ত্রের ভিত্তি রচিত হয়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii       

            খ. i ও iii

            গ. ii ও ররর    

            ঘ. i, ii ও iii

            উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ

            ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ।মন্তব্য