kalerkantho


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?

            ক. পানি            খ. মাটি

            গ. আলো           ঘ. বায়ু

            উত্তর : পানি

২।        কোনটি পানিদূষণের কারণ?

            ক. ধোঁয়া          খ. উচ্চ শব্দ

            গ. হর্ন বাজানো ঘ. নর্দমার বর্জ্য

            উত্তর : নর্দমার বর্জ্য

৩।       পানিতে মিশে থাকা বালু, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?

            ক. ছাঁকন          খ. থিতানো

            গ. ফুটানো        ঘ. ঘনীভবন

            উত্তর : থিতানো

৪।        গ্রীষ্মের ছুটির পর আসিফ বাগানে গিয়ে দেখল বাগানের চারাগাছগুলো শুকিয়ে মারা গেছে। এই অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে আসিফের প্রথম করণীয় কী?

            ক. নিয়মিত সার প্রয়োগ করবে

            খ. আগাছা পরিষ্কার করবে

            গ. নিড়ানি দেবে

            ঘ. নিয়মিত পানি দেবে

            উত্তর : নিয়মিত পানি দেবে

৫।        তোমার অনেক জ্বর হয়েছে। ডাক্তার তোমাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি তোমার দেহের কোন কাজটি করবে?

            ক. তাপমাত্রা বৃদ্ধি করবে

            খ. স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে

            গ. হজমে ব্যাঘাত ঘটাবে

            ঘ. রক্ত সঞ্চালনে বাধা প্রদান করবে

            উত্তর : স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে

৬।       শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূ-পৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী?

            ক. পানিচক্র      খ. বায়ুচক্র

            গ. খাদ্যচক্র       ঘ. বাষ্পচক্র

            উত্তর : পানিচক্র

৭।        পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি?

            ক. আলো          খ. বায়ু

            গ. সূর্যতাপ        ঘ. মানুষ

            উত্তর : সূর্যতাপ

৮।       মানুষ আকাশে মেঘ দেখতে পায়। এটি আসলে কী?

            ক. সাদা বাতাস

            খ. সাদা ধোঁয়া

            গ. ক্ষুদ্র পানিকণা

            ঘ. বরফ খণ্ড

            উত্তর : ক্ষুদ্র পানিকণা

৯।        তুমি কখনো শিলাবৃষ্টি দেখে থাকবে। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি?

            ক. মেঘের পানিকণা খুব ঠাণ্ডা হয়ে যাওয়া

            খ. মেঘের পানির সঙ্গে বরফ মেশানো হয়

            গ. মেঘের পরিবর্তে বরফ নামে

            ঘ. মেঘের পানিকণা খুব উত্তপ্ত হয়ে যায়

            উত্তর : মেঘের পানিকণা খুব ঠাণ্ডা হয়ে যাওয়া

১০।      বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে কিসে পরিণত হয়?

            ক. শিলাবৃষ্টিতে            

            খ. বরফে

            গ. পানির ফোঁটায়                    

            ঘ. অক্সিজেনে

            উত্তর : পানির ফোঁটায়মন্তব্য