kalerkantho


অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১। শরীর খারাপ হলে লেখক কয় দিন নিচে নামতে পারলেন না?

    ক. এক দিন   খ. দুই দিন

    গ. তিন দিন   ঘ. চার দিন

২। চাকরদের দরদ কার পরেই বেশি?

    ক. মালিনী     খ. মালি

    গ. অতিথি     ঘ. বামুন ঠাকুর

৩। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির ওপর কার ছায়া পড়ল?

    ক. কুকুরের    খ. মালিনীর

    গ. চাকরের    ঘ. চিকিৎসকের

৪। ‘কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়’—এখানে ‘বিকৃতিটা’ বলতে কী বোঝানো হয়েছে?

    ক. পাণ্ডুর        খ. ফোলা পা

    গ. রক্তহীন দেহ ঘ. বাত ব্যাধিগ্রস্ত

৫। বাত ব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?

    ক. অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়

    খ. দ্রুত হাঁটতে না পারায়

    গ. ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়

    ঘ. তাদের ঘর অনেক দূরে বলে

৬। কোন কাজে চাকরদেরও সায় ছিল?

    ক. ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে

    খ. কুকুরটিকে মেরেধরে বের করে দিতে

    গ. ঘরের দরজা খুলে রাখতে

    ঘ. অতিথিকে ভালোভাবে খাওয়াতে

৭। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

    ক. তুচ্ছের প্রতি সহানুভূতি

    খ. ইতরের প্রতি নিষ্ঠুরতা

    গ. চিকিৎসকের আদেশে বায়ু বদল

    ঘ. ক্ষুদ্রের প্রতি ঘৃণা

৮। মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?

    ক. কুকুরটি দেখতে বিশ্রী বলে

    খ. থাকার স্থান কম পড়ার আশঙ্কায়

    গ. অতিথির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়

    ঘ. মালিনীর খাবারে ভাগ বসানোয়

৯। ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’ —এখানে ‘ঝাপসা’ কথাটিতে প্রকাশ পেয়েছে-

    ক. চোখে কম দেখা         খ. দূরে তাকাতে না পারা

    গ. চোখে অন্ধকার দেখা    ঘ. বিদায়ে চোখ জলে ভরা

১০। লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?

    ক. বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়

    খ. বাড়ির জন্য মন কাঁদায়

    গ. অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়

    ঘ. বাড়ি ভাড়ার টাকা কম পড়ায়

১১। ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও’—তবু আসে কেন?

    ক. কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য

    খ. রোগ সারতে পারে, এটা ভেবে

    গ. চিকিৎসকের আদেশ মেনে নিয়ে

    ঘ. বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২.ক ৩.ক ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.গমন্তব্য