kalerkantho


সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সপ্তম অধ্যায়

শক্তির ব্যবহার 

 

১।        নিচের কোন প্রকার শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম?

            ক. তেল                        খ. গ্যাস

            গ. বিদ্যুৎ                     

ঘ. সৌরশক্তি

২।        নিচের কোনটি পচনশীল পদার্থ?

            ক. প্লাস্টিক                             

খ. কাঠ

            গ. খড়কুঠো                            

ঘ. গোবর

৩।       বাংলাদেশের কোনটি শক্তির সবচেয়ে বড় উৎস?

            ক. কয়লা                                

খ. প্রাকৃতিক গ্যাস

            গ. পারমাণবিক শক্তি             

ঘ. জোয়ার-ভাটা

৪।        বাংলাদেশে রান্নার কাজে জ্বালানি হিসেবে কোনটির ব্যবহার সর্বাধিক?

            ক. কেরোসিন                         

খ. কয়লা

            গ. কাঠ                                   

ঘ. সৌরশক্তি

৫।        কাঠ, খড়কুটা, গোবর প্রভৃতি পচনশীল পদার্থ হতে জৈব গ্যাস উৎপাদনের ফলে নিচের কোনটি ঘটে?

            ক. মাটির উর্বরতা হ্রাস পায়

            খ. পরিবেশে বিপর্যয় নেমে আসে

            গ. নবায়নযোগ্য শক্তির উৎপাদন সম্ভবপর হয়

            ঘ. বনজ সম্পদ ধ্বংস হয়

৬।       মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক এরূপ পদার্থ হলো—

            i. খড়কুটা    

            ii. গোবর

            iii. পলিথিন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                      

খ. i ও iii

            গ. ii ও iii                    

ঘ. i, ii ও iii

৭।        কাঠ, খড়কুটা, গোবর প্রভৃতি পচনশীল পদার্থের ব্যবহার হয়েছে—

            i. রান্নায়         

            ii.  মাটির উর্বরতা বৃদ্ধিতে     

            iii. বিকল্প শক্তির উৎপাদনে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                      

খ. i ও iii

            গ. ii ও iii                    

ঘ. i, ii ও iii

৮।       প্রচলিত শক্তির বিকল্প শক্তির উৎস হলো—

            i. জীবাশ্ম জ্বালানি      

ii. সৌরশক্তি    

iii পারমাণবিক শক্তি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                      

খ. i ও iii

            গ. ii ও iii                     

ঘ. i, ii ও iii

৯।       রান্নার কাজে প্রচলিত জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারে—

            i. দেশের বনজ সম্পদ ধ্বংস হচ্ছে       

            ii. নবায়নযোগ্য শক্তির রূপান্তর ঘটে

            iii. পরিবেশে বিপর্যয় নেমে আসে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                      

খ. i ও iii

            গ. ii ও iii                    

ঘ. i, ii ও iii

১০।      কোন শক্তি আমাদের দেখতে সাহায্য করে?

            ক. আলো        

খ. শব্দ

            গ. বাতাস       

ঘ. বিদ্যুৎ

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খমন্তব্য