kalerkantho


এইচএসসি প্রস্তুতি বাংলা দ্বিতীয় পত্র

ই-মেইল

মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাওয়া বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল প্রস্তুত করো।

 

To : .....@gmail.com

Cc : .......@gmail.com

Bcc : .......@gmail.com

Subject : অভিনন্দন।

 

Text :

প্রিয় নিঝুম,

আশা করি ভালো আছ। ভালো ফলের জন্য তোমাকে অভিনন্দন। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছ শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি তোমার পরিশ্রম আর অধ্যবসায়ের ফলই পেয়েছ। পরীক্ষায় তোমার এ সাফল্য জীবনের স্বপ্নসিঁড়ি হয়ে উঠুক। তোমার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

শাহানা

ই-মেইল : ....@gmail.com

 

২। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের উপস্থিতির আহ্বান জানিয়ে একটি ই-মেইল তৈরি করো।

To : .....@gmail.com

Cc : ... @yahoo.com

Bcc : ........@gmail.com

Subject : ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিতির জন্য আহ্বান।

 

Text :

প্রিয় বন্ধুরা,

তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ...... ২০১৭ তারিখে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তোমাদের উপস্থিতি একান্ত কামনা করছি। বহু দিন পর আবার সবাই মিলে অনেক আনন্দ করব। আশা করি তোমাদের সবার সঙ্গেই দেখা হবে।

 

তোমাদের বন্ধু

মহসিন

..........@gmail.com

 

৩। বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি ই-মেইল খসড়া তৈরি করো।

 

To : .....@gmail.com

Cc : ........@yahoo.com

Bcc : .......@yahoo.com

Subject : বিয়ের দাওয়াত।

 

Text :

 

প্রিয় নির্ঝর,

আশা করি ভালো আছ। আগামী ১ মার্চ আমার বড় ভাইয়ের বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত। নির্দিষ্ট দিনের পূর্বেই তুমি চলে আসবে বলে আশা করি। কারণ বিয়ে উপলক্ষে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করব বলে নানা পরিকল্পনা করেছি। তোমার সঙ্গে আংকেল-আন্টিকেও অবশ্যই নিয়ে আসবে।

 

রাজা

ই-মেইল : ....@gmail.com

তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০১৭

 মন্তব্য