kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ভূগোল দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১১। কোন সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি হয়?

    ক. চাকরিজীবী খ. আইনজীবী

    গ. ডাক্তার ঘ. কৃষক-শ্রমিক

১২। ম্যালথাসের মতে, কোনো এলাকার জনসংখ্যা দ্বিগুণ হয় কত বছরে?

    ক. ৮০ বছর   খ. ১২ বছর

    গ. ২৫ বছর   ঘ. ১৫ বছর

১৩। শহর থেকে গ্রামে অভিগমন কোন দেশগুলোতে দেখা যায়?

    ক. উন্নত  খ. অনুন্নত

    গ. স্বল্পোন্নত   ঘ. উন্নয়নশীল

১৪। ২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

    ক. ১.৩৭%    খ. ১.৪৭%

    গ. ২.১৭%    ঘ. ১.২৫%

১৫। কত বছর বয়সের জনসংখ্যাকে কর্মক্ষম জনসংখ্যা ধরা হয়?

    ক. ১০-৪৫    খ. ১৮-৬৫

    গ. ২০-৪০    ঘ. ২৪-৬০

১৬। বাংলাদেশে জনসংখ্যার কত ভাগ গ্রামে বাস করে?

    ক. ৫০ ভাগ    খ. ৭০ ভাগ

    গ. ৮০ ভাগ    ঘ. ৯০ ভাগ

১৭। মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত?

    ক. ২টি     খ. ৩টি

    গ. ৪টি      ঘ. ৫টি

১৮। কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ?

    ক. মাদাগাস্কার 

    খ. নিউজিল্যান্ড

    গ. অস্ট্রেলিয়া

    ঘ. পাপুয়া নিউগিনি

১৯। বিক্ষিপ্ত গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ হলো—

    i. ভূ-প্রকৃতি, মাটি ও পানি

    ii. বনাঞ্চল ও পশুচারণ

    iii. সামাজিক ও প্রতিরক্ষা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii       খ. i ও iii

    গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২০। পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়—

    ক. চীন ও ভারত

    খ. ভারত ও বাংলাদেশ

    গ. ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড

    ঘ. চীন ও জাপান

২১। বাংলাদেশে কয়টি চিনির কল আছে?

    ক. ১৬টি     খ. ১৭টি

    গ. ১৮টি     ঘ. ২০টি

২২। বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?

    ক. ৫টি       খ. ৬টি

    গ. ৭টি        ঘ. ৮টি

২৩। জৈব খনিজ হলো—

    ক. লোহা ও সিসা

    খ. কয়লা ও খনিজ তেল

    গ. তামা ও চিনি

    ঘ. নিকেল ও ম্যাঙ্গানিজ

২৪। উত্তর গোলার্ধে অবস্থিত—

    i. ভারত ও যুক্তরাষ্ট্র

    ii. যুক্তরাষ্ট্র

    iii. দক্ষিণ কোরিয়া ও জাপান

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii     খ. i ও iii

    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৫। কোনটি মানব ভূগোলের শাখা নয়?

    ক. জনবসতি ভূগোল

    খ. জনসংখ্যা ভূগোল

    গ. রাজনৈতিক ভূগোল

    ঘ. প্রাকৃতিক ভূগোল

    অনুচ্ছেদটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    শাহীন সাহেব ঢাকা থেকে বান্দরবানে গিয়েছিলেন। তিনি সেখানকার ভূপ্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী থেকে ঢাকার ভূপ্রকৃতি উদ্ভিজ্জ ও প্রাণীর মধ্যে বৈচিত্র্যতা খুঁজে পান।

২৬। শাহীন সাহেবের ভ্রমণকৃত এলাকা কোন ধরনের ভূপ্রকৃতির আওতাভুক্ত?

    ক. টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি

    খ. প্লাইস্টোসিন যুগের চত্বরসমূহ

    গ. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

    ঘ. টারশিয়ারি প্লাইস্টোসিন যুগের চত্বরসমূহ

২৭। পাহাড়িয়া অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হলো—

    i. ভূমিগুলো নদীবিধৌত সমভূমি

    ii. পার্বত্য সমভূমি

    iii. বন্ধুর প্রকৃতির

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii       খ. i ও iii

    গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৮। ধান চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা অধিক উপযোগী?

    ক. নদী উপত্যকার পলিমাটি

    খ. চুন মিশ্রিত মাটি

    গ. লাভা মৃত্তিকা

    ঘ. পটাশ মিশ্রিত মাটি

২৯। রবি ফসল হচ্ছে—

    ক. আম, জাম, কাঁঠাল

    খ. তিল, তিসি, সরিষা

    গ. ধান, পাট, তুলা

    ঘ. ধান, চাল, তুঁত

৩০। বাংলাদেশের কোন জেলা থেকে সড়কপথে দেশের সর্বত্র যাওয়া যায়?

    ক. ঢাকা       খ. চট্টগ্রাম

    গ. খুলনা       ঘ. গাজীপুর

 

উত্তর :  ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০ ক।মন্তব্য