kalerkantho


এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রশ্ন : আরিফ ট্রেডার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নে দেওয়া হলো :

 

আরিফ ট্রেডার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর ২০১৬

অন্যান্য তথ্য :

(i) সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৮০,০০০ টাকা, যার বাজারমূল্য ৯০,০০০ টাকা। (ii) ধারে পণ্য ক্রয় ১২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। (iii) বিনা মূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। (iv) ক্রয় ফেরত ২,০০০ টাকা হিসাবভুক্ত করতে হবে। (v) মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৩,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

 

(ক) নীলিমা ট্রেডার্সের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো।                  ২

(খ) নীলিমা ট্রেডার্সের বিক্রীত পণ্যের ব্যয় নিরূপণ করো।                         ৪

(গ) নীলিমা ট্রেডার্সের মোট মুনাফা ১,৫১,০০০ টাকা ধরে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো।              ৪

 

উত্তর :

(ক) আরিফ ট্রেডার্সের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করা হলো—

(গ)

আরিফ ট্রেডার্সের

বিশদ আয় বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৬ সালের সমাপ্ত বছরের জন্যমন্তব্য