kalerkantho


এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. হানিফ চৌধুরী, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।      ডেবিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

          ক. ক্রয় ও ব্যয়ের জন্য       খ. বিক্রয় ও আয়ের জন্য  

          গ. উত্তোলনের জন্য           ঘ. দায়ের জন্য

২।      ক্রেডিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

          ক. ক্রয় ও ব্যয়ের জন্য       খ. বিক্রয় ও আয়ের জন্য  

          গ. উত্তোলনের জন্য           ঘ. দায়ের জন্য

৩।     লেনদেনের পক্ষ দুটি কারা?

          ক. পাওনাদার ও দেনাদার            খ. দাতা ও গ্রহীতা

          গ. ক্রেতা ও বিক্রেতা                   ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

৪।      হিসাব সমীকরণের OE  উপাদানটি কখন হ্রাস পায়?

          ক. সম্পত্তি বৃদ্ধি পেলে        খ. ব্যয় বা ক্ষতি হলে

          গ. দায় হ্রাস পেলে              ঘ. আয় বৃদ্ধি পেলে

৫।      সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?       

          ক. মূলধন               খ. মালিকানাস্বত্ব

          গ. পাওনাদার                    ঘ. মুনাফা

৬।     কখন মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়?

          ক. ব্যয় বৃদ্ধি পেলে   খ. ক্ষতি হলে 

          গ. আয় বৃদ্ধি পেলে   ঘ. দায় বৃদ্ধি পেলে

৭।      পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

          ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস    খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি

          গ. সম্পদ হ্রাস, দায় হ্রাস              ঘ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি

৮।     সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?

          ক. ভাড়া                 খ. কমিশন   

          গ. যন্ত্রপাতি             ঘ. পাওনাদার

৯।     হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত ভাগ করা হয়—

          ক. ২ শ্রেণিতে          খ. ৩ শ্রেণিতে               

          গ. ৪ শ্রেণিতে           ঘ. ৫ শ্রেণিতে

১০।    আধুনিক পদ্ধতিতে ঋণ কোন হিসাব?

          ক. সম্পদ                খ. দায়        

          গ. ব্যয়                   ঘ. আয়

১১।    প্রচলিত পদ্ধতিতে কৃষি ব্যাংক কোন জাতীয় হিসাব?

          ক. দায়                   খ. আয়        

          গ. নামিক               ঘ. ব্যক্তিবাচক

১২।    প্রচলিত পদ্ধতিতে অবচয় কোন জাতীয় হিসাব?

          ক. নামিক              খ. সম্পত্তিবাচক               

          গ. ব্যক্তিবাচক         ঘ. মূলধন

১৩।   আধুনিক পদ্ধতিতে ‘মূলধন’ কোন জাতীয় হিসাব?

          ক. সম্পদ                খ. দায়                  

          গ. মালিকানাস্বত্ব      ঘ. আয়

১৪।    প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?

          ক. নামিক               খ. সম্পত্তিবাচক     

          গ. ব্যক্তিবাচক         ঘ. মূলধন

১৫।    প্রচলিত পদ্ধতিতে বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?

          ক.নামিক                খ. সম্পত্তিবাচক     

          গ. ব্যক্তিবাচক         ঘ. মূলধন

১৬।   আধুনিক পদ্ধতিতে ‘উত্তোলন’ কোন জাতীয় হিসাব?

          ক. সম্পদ                খ. দায়                  

          গ. মালিকানাস্বত     ঘ. ব্যয়

১৭।    ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী—

          i. পাওনাদার

          ii. ব্যবস্থাপক

          iii. বিনিয়োগকারী

          নিচের কোনটি সঠিক?

          ক. i                       খ. i   ও  ii                      

          গ. i ও iii               ঘ. ii  ও iii

১৮।   একটি সম্পত্তি বৃদ্ধি পায় ও অন্য একটি সম্পত্তি হ্রাস পায়—

          i. নগদে সম্পত্তি ক্রয় করা হলে

          ii. নগদে পণ্য বিক্রয় করা হলে

          iii. নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে

          নিচের কোনটি সঠিক?

          ক. i  ও ii               খ. i ও iii                      

          গ. ii ও iii              ঘ. i, ii ও iii

১৯।   ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—

          i. মালিক      

          ii. ব্যবস্থাপক

          iii. আয়কর কর্তৃপক্ষ

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii                খ. i ও iii                     

          গ. ii ও iii              ঘ. i, ii ও iii

২০।    হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য—

          i. আর্থিক ফলাফল নির্ণয়

          ii. আর্থিক অবস্থা নিরূপণ

          iii. মুনাফা বৃদ্ধিকরণ

          নিচের কোনটি সঠিক?

          ক. ii                     খ. i ও ii                                

          গ. i ও iii               ঘ. ii ও iii

         

          উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ।মন্তব্য