kalerkantho


সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা কত ভাগ?

            ক. ১৫ ভাগ         খ. ১৭ ভাগ

            গ. ২০ ভাগ         ঘ. ২৫ ভাগ

২।        এ দেশে বড় আকারের বন্যা হয়েছে—

            i. ১৯৮৮ সালে     ii. ১৯৯৮ সালে

            iii. ২০০৪ সালে

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. i, iii

            গ. ii, iii ঘ. i, ii ও iii

৩।        কোন প্রাকৃতিক দুর্যোগের স্থায়িত্বকাল কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র?

            ক. নদীভাঙন       খ. টর্নেডো

            গ. কালবৈশাখী    ঘ. বন্যা

৪।        ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শতকরা—

            ক. ১.৪০ ভাগ     খ. ১.৪৫ ভাগ

            গ. ১.৪৭ ভাগ      ঘ. ১.৪৮ ভাগ

৫।        বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে—

            ক. ৯০০ লোক     খ. ১০০০ লোক

            গ. ১০১৫ লোক   ঘ. ১০২৫ লোক

৬।        কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বলে—

            ক. দেশান্তর         খ. বহিরাগমন

            গ. বহির্গমন         ঘ. স্থানান্তর

৭।        বাংলাদেশের নারীরা যে ক্রমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে তা প্রমাণিত হয়—

            ক. তাদের ক্ষমতায়ন দ্বারা

            খ. কর্মসংস্থান বৃদ্ধির দ্বারা

            গ. সভা-সমিতি-সংগঠনে তাদের অংশগ্রহণের দ্বারা

            ঘ. বহির্মুখী হওয়ার মাধ্যমে

৮।        বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স কত বছর?

            ক. ৫৯ বছর        খ. ৬০ বছর

            গ. ৬৫ বছর         ঘ. ৭০ বছর

৯।        আমাদের দেশে প্রবীণদের অসম্মান দেখানো এবং তাদের মতামতকে গুরুত্ব না দেওয়ার কারণ—

            i. আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার

            ii. মূল্যবোধের বিপর্যয়

            iii. দরিদ্রতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. i, iii

            গ. ii, iii ঘ. i, ii ও iii

১০।      যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটালে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীর মৃত্যুদণ্ড হয় কোন আইনে?

            ক. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে

            খ. ১৯৮৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে

            গ. ১৯৮৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে

            ঘ. ১৯৮৬ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে

১১।      সার্ক গঠিত হয়—

            ক. ১৯৮৩ সালে   খ. ১৯৮৫ সালে

            গ. ১৯৬৭ সালে    ঘ. ১৯৯৭ সালে

১২।      বিমসটেক-এর সদস্য রাষ্ট্র—

            i. সিঙ্গাপুর           ii. বাংলাদেশ

            iii. নেপাল

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. i, iii

            গ. ii, iii ঘ. i, ii ও iii

১৩।      আসিয়ানের সদর দপ্তর কোথায়?

            ক. নেপালের কাঠমাণ্ডুতে

            খ. থাইল্যান্ডের ব্যাংককে

            গ. ইথিওপিয়ার আদ্দিস আবাবায়

            ঘ. ইন্দোনেশিয়ার জাকার্তায়

১৪।      ‘বস্ত্র ও চামড়া’ বাণিজ্যের ক্ষেত্রে কোন আঞ্চলিক সংস্থা সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা করে থাকে?

            ক. সার্ক

            খ. আসিয়ান

            গ. ইউরোপীয় ইউনিয়ন

            ঘ. বিমসটেক

১৫।      আসিয়ানের সহযোগিতার ক্ষেত্র—

            i. অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা

            ii. সাংস্কৃতিক উন্নয়নে সহযোগিতা

            iii. বৈজ্ঞানিক ও কারিগরি উন্নয়নে সহযোগিতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii   খ. i, iii

            গ. ii, iii ঘ. i, ii ও iii

            উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. খ

            ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ।মন্তব্য