kalerkantho


ষষ্ঠ শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০           কবিতা : জন্মভূমি

—রবীন্দ্রনাথ ঠাকুর 

 

১।        কবির মন আকুল হয় কিসে?

            ক. চাঁদের আলোয় 

খ. গাছের ছায়ায়

            গ. ফুলের গন্ধে 

ঘ. জন্মভূমির আলোয়

২।        ‘জন্মভূমি’ কবিতায় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে—

            i.  দেশের মানুষ

ii. জন্মভূমির প্রকৃতি

            iii. গভীর দেশপ্রেম

            নিচের কোনটি সঠিক?

            ক. i  

খ. ii

            গ. i ও ii 

ঘ. ii ও iii

            উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            গাঁয়ের ধারে বিলের পাড়ে পদ্ম ভরা জলে

            শাপলা শালুক কলমি কমল সবুজ যার ফলে।

৩।       চরণ দুটির সঙ্গে ‘জন্মভূমি’ কবিতার মিল রয়েছে—

            i. বাংলাদেশের প্রকৃতি

ii. চিরায়ত সৌন্দর্যের

            iii. প্রাকৃতিক ঐশ্বর্যের

            নিচের কোনটি সঠিক?

            ক. i  

খ. ii

            গ. i ও ii 

ঘ. ii ও iii

৪।        উক্ত বিষয়ের মধ্য দিয়ে মূলত প্রকাশিত হয়েছে কবির—

            ক. সৌন্দর্যবোধ  

খ. আত্মতৃপ্তি

            গ. গভীর আবেগ 

ঘ. দেশপ্রেম

৫।        রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম সাল কোনটি?

            ক. ১২৪২ 

খ. ১২৬৮

            গ. ১২৬১ 

ঘ. ১২৭১

৬।       রবীন্দ্রনাথ প্রথম নোবেল বিজয়ী কবি—

            ক. বিশ্বের মধ্যে 

খ. এশীয়দের মধ্যে

            গ. শুধু ভারতের মধ্যে

ঘ. শুধু বাঙালিদের মধ্যে

৭।        রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?

            ক. বলাকা 

খ. ঘরে বাইরে

            গ. শেষের কবিতা 

ঘ. বিসর্জন

৮।       নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস?

            ক. শেষের কবিতা 

খ. রক্তকরবী

            গ. সোনার তরী 

ঘ. বিসর্জন

৯।        শিক্ষায় নতুন ধারা সৃষ্টিতে অবদান রয়েছে—

            ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের 

            খ. আলীগড় বিশ্ববিদ্যালয়ের

            গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের

            ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

১০।      বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা হলেন—

            ক. কাজী নজরুল ইসলাম 

খ. দ্বিজেন্দ্রলাল রায়

            গ. মাগন ঠাকুর

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১১।      রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন—

            ক. ১৯৩১ খ্রি. 

খ. ১৯৪১ খ্রি.

            গ. ১৯৫১ খ্রি. 

ঘ. ১৯৬১ খ্রি.

১২।      রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে কোথায়?

            ক. ঢাকায়          খ. বিলেতে

            গ. কলকাতায়     ঘ. হুগলিতে

১৩।     ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’—পঙক্তিটির রচয়িতা কে?

            ক. কাজী নজরুল ইসলাম 

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

            গ. জসীমউদ্দীন 

ঘ. আল মাহমুদ

১৪।      কাকে ভালোবেসে কবির জীবন সার্থক?

            ক. মাকে 

খ. প্রেয়সীকে

            গ. দেশবাসীকে 

ঘ. জন্মভূমিকে

১৫।      প্রথমে কবির চোখ জুড়িয়েছে—

            ক. চাঁদের আলো 

খ. সূর্যের আলো

            গ. এ দেশের সৌন্দর্য 

ঘ. এ দেশের আলো

১৬।     কবি কোথায় নয়ন মুদতে চান?

            ক. এ দেশে 

খ. বিলেতে

            গ. ঢাকায় 

ঘ. কলকাতায়

১৭।      রবীন্দ্রনাথ সম্পর্কে সঠিক তথ্য হলো—

            i.  এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল বিজয়ী কবি

            ii. তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পান

            iii. তিনি ১৯১৫ সালে নোবেল পুরস্কার পান

            নিচের কোনটি সঠিক?

            ক. i     

খ. i ও ii

            গ. i ও iii         

ঘ. i, ii ও iii

১৮।     কবি নিজের জনমকে সার্থক মনে করেন—

            i. এই দেশে জন্মাতে পেরে

            ii. এই দেশকে ভালোবাসতে পেরে

            iii. এই দেশে তিনি খ্যাতিমান হয়েছেন বলে

            নিচের কোনটি সঠিক?

             ক. i ও ii      

খ. i ও iii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা!

            কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে!

১৯।      উদ্দীপক ও ‘জন্মভূমি’ কবিতার মিল—

            i. কবির স্বদেশের প্রতি মুগ্ধতায়

            ii. দেশের প্রতি কবির গভীর আবেগের

            iii. কবিদ্বয়ের সৌন্দর্যবোধে

            নিচের কোনটি সঠিক?

            ক. i     

খ. i ও ii

            গ. i ও iii         

ঘ. i, ii ও iii

২০।      উদ্দীপকের প্রথম চরণের সঙ্গে ‘জন্মভূমি’ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?

            ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

            খ. কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে

            গ. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে

            ঘ. শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ

৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. ঘ

১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ

১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক

১৯. ঘ ২০. খমন্তব্য