kalerkantho


সপ্তম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অধ্যায় : সন্ধি

 ১।      ‘সন্ধি’ শব্দের অর্থ—

            ক. চুক্তি  

খ. আত্মীয়তা

            গ. মিলন

ঘ. সন্দেহ

২।        পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?

            ক. বর্ণ

খ. দ্বন্দ্ব

            গ. সন্ধি

ঘ. সমাস

৩।       ‘দুরবস্থা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. দুর + বস্থা

খ. দুরা + বস্থা

            গ. দুর + অবস্থা

ঘ. দুঃ + অবস্থা

৪।        শব্দের সঙ্গে উপসর্গযোগে গঠিত সন্ধির উদাহরণ কোনটি?

            ক. হিম + আলয় = হিমালয়

            খ. নিঃ + দয় = নির্দয়

            গ. নদী + অম্বু = নদ্যম্বু

            ঘ. নব + উঢ়া = নবোঢ়া

৫।        সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকম?

            ক. দুই

খ. তিন

            গ. চার

ঘ. পাঁচ

৬।       সন্ধির প্রয়োজনীয়তা কোনটি?

            ক. উচ্চারণে সহজ হয়

            খ. শব্দ সংক্ষিপ্ত হয়

            গ. ভাষা শ্রুতিমধুর হয়

            ঘ. সব কয়টি সঠিক

৭।        সন্ধি কয় প্রকার?

            ক. দুই

খ. তিন

            গ. চার

ঘ. পাঁচ

৮।       ‘সৎ + জন = সজ্জন’—কোন সন্ধির উদাহরণ?

            ক. স্বর সন্ধি

খ. ব্যঞ্জন সন্ধি

            গ. বিসর্গ সন্ধি

ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

৯।        আসলে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত?

            ক. স্বর সন্ধি খ. ব্যঞ্জন সন্ধি

            গ. নিপাতনে সিদ্ধ সন্ধি

ঘ. কোনোটি নয়

১০।      ‘রবীন্দ্র’—এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. রব + ইন্দ্র

খ. রবী + ইন্দ্র

            গ. রবি + ইন্দ্র

ঘ. রবি + ঈন্দ্র

১১।      ‘পরীক্ষা’—এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. পরি + ঈক্ষা

খ. পরী + ঈক্ষা

            গ. পরী + ইক্ষা

ঘ. পরি + ইক্ষা

১২।      অপেক্ষা—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. অপ + ইক্ষা

খ. অপে + ক্ষা

            গ. অপে + ইক্ষা

ঘ. অপ + ঈক্ষা

১৩।     ‘গঙ্গোর্মি’—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. গঙ্গা + উর্মি

খ. গঙ্গা + ঊর্মি

            গ. গঙ্গো + র্মি

ঘ. গঙ্গ + উর্মি

১৪।      তৎসম সন্ধি কয় প্রকার?

            ক. দুই

খ. তিন

            গ. চার

ঘ. পাঁচ

১৫।      ‘প্রত্যাশা’—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. প্রতি + আশা

খ. প্রত্যা + আশা

            গ. প্রত্য + আশা

ঘ. প্রতি + শা

১৬।     ‘নদ্যম্বু’—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. নদ্য + অম্বু

খ. নদী + ম্বু

            গ. নদী + অম্বু

ঘ. নদ্য + ম্বু

১৭।      ‘উচ্ছৃঙ্খল’—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. উচ্ + ছৃঙ্খল

খ. উচ্ + শৃঙ্খল

            গ. উৎ + শৃঙ্খল

ঘ. উৎ + ছৃঙ্খল

১৮।     ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি কোনটি?

            ক. সন্ + চয়

খ. সম্ + চয়

            গ. সঙ্ + চয়

ঘ. সং + চয়

১৯।      কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি?

            ক. তৎসম 

খ. তস্কর

            গ. পরস্পর

ঘ. সংস্কার

২০।      চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?

            ক. চ্ছ

খ. শ

            গ. স

ঘ. ছ

২১।      ত কিংবা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?

            ক. শ

খ. ষ

            গ. স

ঘ. থ

২২।       খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?

            ক. দুই

খ. তিন

            গ. চার

ঘ. পাঁচ

 

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১. গ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ

৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. ক

১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ

২১. গ ২২. কমন্তব্য