kalerkantho


অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১।        সরকারের আইন তৈরি ও পরিবর্তন হয় যেখানে বসে—

            i. প্রধানমন্ত্রীর বাসভবনে

            ii. জাতীয় সংসদে

            iii. আইনসভায়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

২।        শহর এলাকায় স্থানীয় সরকারের দায়িত্ব পালন করে যে সংগঠন—

            i. পৌরসভা

            ii. ইউনিয়ন পরিষদ

            iii. সিটি করপোরেশন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

৩।       পৌরসভার কাজগুলোর মধ্যে পড়ে—

            i. বিশুদ্ধ পানি সরবরাহ

            ii. ভেজাল খাদ্য বিক্রি নিয়ন্ত্রণ

            iii. জন্ম-মৃত্যু ও বিবাহ নিবন্ধন করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

৪।        মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। ফলে—

            i. দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্ভব নয়

            ii. সংকটকালে অনুপযোগী

            iii. দায়িত্বশীল ব্যবস্থার উপযোগী

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

৫।        বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। যে কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে—

            i. সংসদ ভেঙে গেলে

            ii. অবলুপ্ত হলে

            iii. হরতাল হলে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

৬।       জাতীয় সংসদে কতজন ডেপুটি স্পিকার থাকেন?

            ক. একজন                     

            খ. দুজন            

            গ. তিনজন                    

            ঘ. চারজন

৭।        সচিবালয় কোন বিভাগের অধীনে কাজ করে থাকে?

            ক. শাসন বিভাগ                       

            খ. আইন বিভাগ            

            গ. বিচার বিভাগ                       

            ঘ. আইন ও বিচার বিভাগ

৮।       আইন কার্যকর ও দেশের প্রশাসন পরিচালনা করে—

            ক. জনগণ                     

            খ. আইনসভা                 

            গ. শাসন বিভাগ            

            ঘ. বিচার বিভাগ

৯।        পৌরসভা গঠিত হয় কেন?

            ক. গ্রামীণ সমস্যা দূরীকরণের     

            খ. গণসচেতনতা সৃষ্টির জন্য

            গ. শহরাঞ্চলের মানুষের সমস্যা সমাধানের জন্য

            ঘ. রাস্তাঘাট নির্মাণের জন্য

১০।      বাংলার মানুষ একই ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে আবদ্ধ। এ উপাদানগুলো কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

            ক. জাতীয়তাবাদ            

            খ. সমাজতন্ত্র                  

            গ. গণতন্ত্র          

            ঘ. ধর্মনিরপেক্ষতা

১১।      সংবিধান সরকারের কোন বিভাগ তৈরি করে?

            ক. আইন বিভাগ                       

            খ. শাসন বিভাগ            

            গ. বিচার বিভাগ                       

            ঘ. মন্ত্রণালয়

১২।      সুমন শাসন বিভাগের প্রয়োজনের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থন করবে?

            ক. সংবিধান প্রণয়ন করতে        

            খ. সংবিধান সংশোধন করতে     

            গ. আইন তৈরি করতে

            ঘ. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে

১৩।     ‘জনগণই সকল ক্ষমতার উৎস।’ উক্তিটির মধ্যে কোন সরকারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

            ক. স্বৈরতান্ত্রিক সরকারের           

            খ. গণতান্ত্রিক সরকারের

            গ. সমাজতান্ত্রিক সরকারের                     

            ঘ. রাজতান্ত্রিক সরকারের

১৪।      জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। উক্তিটিতে সংবিধানের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে?

            ক. সংবিধানের গুরুত্ব                 

            খ. সংবিধানের গুরুত্বহীনতা

            গ. সংবিধানের সংশোধনী                       

            ঘ. সংবিধানের স্বচ্ছতা

১৫।      ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষমতা প্রয়োগ করবে।’ কোন সরকারব্যবস্থাকে নির্দেশ করছে?

            ক. রাজতন্ত্রকে    

            খ. গণতন্ত্রকে      

            গ. প্রজাতন্ত্রকে                

            ঘ. সমাজতন্ত্রকে

১৬।     বাংলাদেশ ধর্মসহিষ্ণু রাষ্ট্র। এর যথার্থ কারণ হলো—

            ক. মুসলমান বেশি         

            খ. হিন্দু বেশি    

            গ. ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান      

            ঘ. ধর্ম পালনের বিধিনিষেধ

১৭।      সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো—

            ক. সমান সুযোগ-সুবিধা  

            খ. সম্পদের ব্যক্তিমালিকানা

            গ. ধর্ম পালনে স্বাধীনতা             

            ঘ. সম্পদের অসম বণ্টন

১৮।     রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত শাসন বিভাগের অংশ। এতে বোঝা যায়—

            ক. শাসন বিভাগের পরিধি ব্যাপক         

            খ. শাসন বিভাগ সরকারের দুর্বল অংশ

            গ. শাসন বিভাগ নিষ্ক্রিয় বিভাগ

            ঘ. শাসন বিভাগ শক্তিহীন

১৯।      সংসদে মহিলাদের ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। সংরক্ষিত আসন বলতে বোঝায়—

            ক. প্রত্যক্ষ ভোটে নির্বাচিত                     

            খ. প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

            গ. পরোক্ষ ভোটে নির্বাচিত                     

            ঘ. বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২০।      আইন বিভাগের বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?

            ক. দেশের জনমতকে প্রকাশ করা            খ. দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা

            গ. নাগরিক কল্যাণ নিশ্চিত করা           

            ঘ. দারিদ্র্য হ্রাস করা

২১।      শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ পায় কোনটির মাধ্যমে?

            ক. বিচারপতি নিয়োগের মাধ্যমে 

            খ. বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে

            গ. প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার মাধ্যমে    

            ঘ. মৃত্যুদণ্ড মওকুফ করার মাধ্যমে

২২।       স্থানীয় সরকার ব্যবস্থার পরিচায়ক হিসেবে কোনটি যৌক্তিক?

            ক. প্রাদেশিক নির্বাচন                 

            খ. রাজ্যসভা নির্বাচন

            গ. রাষ্ট্রপতি নির্বাচন                  

            ঘ. সিটি করপোরেশন নির্বাচন

২৩।      ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধিত্বমূলক।’ উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে স্থানীয় সরকার—

            ক. জনগণের সঙ্গে কাজ করে                  

            খ. জনগণের কল্যাণে কাজ করে

            গ. জনসংখ্যার বিষয়ে কাজ করে

            ঘ. জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে

২৪।      ‘স্থানীয় সরকার স্বশাসিত ও সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণমুক্ত।’ উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে—

            ক. সাহসিকতা                

            খ. দুর্বলতা         

            গ. সার্বভৌমত্ব                

            ঘ. স্বাধীনতা

২৫।      উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে গঠিত সরকার আর জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে যা বলা হয়—

            i. গণতন্ত্র

            ii. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

            iii. প্রজাতন্ত্র

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

২৬।      সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি যে ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে—

            i. বৌদ্ধ

            ii. খ্রিস্টান

            iii. অন্য সব ধর্ম

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

২৭।       যে বিষয়টিতে আবদ্ধ হয়ে বাঙালি জাতি সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে—

            i. ভাষায়

            ii. ঐতিহ্যে

            iii. সংস্কৃতিতে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

২৮।     যে ধরনের সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে—

            i. নৈরাজ্য

            ii. শোষণমুক্ত

            iii. ন্যায়ভিত্তিক

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

২৯।      সরকারের কাজ যেভাবে সম্পাদন হয়ে থাকে—

            i. আইন বিভাগের মাধ্যমে

            ii. শাসন বিভাগের মাধ্যমে

            iii. বিচার বিভাগের মাধ্যমে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

৩০।     ডেপুটি স্পিকার ও স্পিকার যেভাবে নির্বাচিত হন—

            i. সংসদ সদস্যের ভোটে

            ii. জনগণের প্রত্যক্ষ ভোটে

            iii. সংসদ সদস্যদের মধ্য থেকে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             

            খ. i ও iii      

            গ. ii ও iii          

            ঘ. i, ii ও iii

 

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০ ক ১১. ক

১২. ঘ ১৩ খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪ ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. খ 

 মন্তব্য