kalerkantho


এইচএসসি : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবদুল কুদ্দুস, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০তৃতীয় অধ্যায়

আরোহের প্রকারভেদ

১।      প্রকৃত আরোহে প্রধান শর্ত হিসেবে কোনটি থাকে?

          ক. প্রকৃতির নিয়মানুবর্তিতা         খ. পরীক্ষণ

          গ. কার্যকারণ                             ঘ. আরোহমূলক লম্ফ

২।      প্রকৃত আরোহ কত প্রকার?

          ক. ২             খ. ৩

          গ. ৪             ঘ. ৫

৩।     আরোহমূলক লম্ফ হচ্ছে—

          i. জানা থেকে অজানায় যাওয়া

          ii. বিশেষ থেকে সার্বিকে গমন

          iii. কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii       খ. i ও iii

          গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪।      বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন হয়?

          ক. নিশ্চিত             খ. অনিশ্চিত

          গ. সম্ভাব্য               গ. বিবৃতিমূলক

৫।      ‘সকল মানুষ হয় মরণশীল’—এটি কোন আরোহের সিদ্ধান্ত?

          ক. বৈজ্ঞানিক                   খ. অবৈজ্ঞানিক

          গ. সাদৃশ্যানুমান                ঘ. পূর্ণাঙ্গ

৬।     আরোহমূলক লম্ফ থাকে না কোন আরোহে?

          ক. অবৈজ্ঞানিক                খ. পূর্ণাঙ্গ

          গ. বৈজ্ঞানিক                    ঘ. সাদৃশ্যানুমান

৭।      নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত?

          ক. সব মানুষ হয় স্বার্থপর                      খ. সব ত্রিভুজ হয় দুই সমকোণ

          খ. সব গরু হয় চতুষ্পদী                        ঘ. কিছু কাক হয় কালো

৮।     অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত—

          i. নিশ্চিত  

         ii. অনিশ্চিত          

         iii. সম্ভাব্য

         নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                খ. i ও iii

         গ. ii ও iii               ঘ. i, ii ও iii

৯।     সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেমন?

          ক. নিশ্চিত             খ. অনিশ্চিত

          গ. অবশ্যম্ভাবী         ঘ. সম্ভাব্য

১০।    কোন আরোহের ক্ষেত্রে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটতে পারে?

          ক. পূর্ণাঙ্গ                          খ. যুক্তিসাম্যমূলক

          গ. ঘটনা সংযোজন           ঘ. অবৈজ্ঞানিক

          উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          আমিন ও সাদিকের গায়ের রং একই রকম। সাদিক খুব অধ্যবসায়ী। অতএব আমিনও খুব অধ্যবসায়ী হবে।

 ১১।   উদ্দীপকে কোন ধরনের সাদৃশ্যানুমানের প্রয়োগ ঘটেছে?

          ক. আরোহমূলক                খ. অবরোহমূলক

          গ. সাধু                            গ. অসাধু

 ১২।   উক্ত সাদৃশ্যানুমানের সঙ্গে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য—

          ক. কোনোটি প্রকৃত আরোহ নয়

খ. উভয় অনুমানে পরীক্ষণ ও নিরীক্ষণ নেই

          গ. উভয়ের সিদ্ধান্ত একই রকম নয়

          ঘ. উভয় অনুমানের সিদ্ধান্ত সার্বিক হয়

 ১৩। সাদৃশ্যানুমান কত প্রকার?

          ক. ২            খ. ৩

          গ. ৪             ঘ. ৫

 ১৪। ‘কোনো কক্ষে থাকা ১০টি টেবিল গণনা করে সিদ্ধান্ত নেওয়া হলো ওই কক্ষে সর্বমোট ১০টি টেবিল আছে।’ —এখানে কোন আরোহের প্রতিফলন ঘটেছে?

          ক. বৈজ্ঞানিক আরোহ        খ. অবৈজ্ঞানিক আরোহ

          গ. সাদৃশ্যানুমান                ঘ. পূর্ণাঙ্গ

          উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          দৃষ্টান্ত-১ : কোনো পাখি নয় ডানাবিহীন

          দৃষ্টান্ত-২ : সব ফুল হয় সুন্দর

 ১৫। দৃষ্টান্ত দুটিতে কোন কোন আরোহের সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে?

          ক. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক                 খ. বৈজ্ঞানিক

          গ. সাদৃশ্যানুমান ও ঘটনা সংযোজন         ঘ. পূর্ণাঙ্গ

 ১৬। উক্ত আরোহের প্রধান বৈশিষ্ট্য—

          i. প্রকৃতির নিয়ম অনুসরণ

          ii. কার্যকারণ নীতির অনুসরণ

          iii. পরীক্ষণ ও নিরীক্ষণনির্ভর

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii      খ. i ও iii

          গ. ii ও iii     ঘ. i, ii ও iii

 ১৭। Colligation ড়ভ ভধপঃং- কথাটি প্রথম কে ব্যবহার করেন?

          ক. মিল                  খ. কপি

          গ. হিউয়েল             ঘ. হোয়াইটহেড

 ১৮। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়?

          ক. শুধু অনুকূল                 খ. শুধু প্রতিকূল

          গ. শুধু নিরপেক্ষ                ঘ. শুধু বাস্তব

 ১৯। জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় বেশি হলে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা হবে—

          ক. বেশি                 খ. কম

          গ. সমান                 ঘ. ক্রমবর্ধমান

 ২০. মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নির্ণয়ে কোন আরোহ অনুমান বেশি সহায়ক?

          ক. বৈজ্ঞানিক আরোহ                  খ. অবৈজ্ঞানিক আরোহ

          গ. পূর্ণাঙ্গ আরোহ                         ঘ. সাদৃশ্যানুমান

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭.গ ১৮. ক  ১৯. খ ২০. ঘমন্তব্য