kalerkantho


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।        খাদ্যশৃঙ্খল বলতে কী বোঝো?

            উত্তর : সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে। এই সবুজ উদ্ভিদকে খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশে খাদ্য ও খাদকের মধ্যে যেসব ধারাবাহিকতা বিদ্যমান, তাকেই খাদ্যশৃঙ্খল বলে।

২।        খাদ্য কাকে বলে?

            উত্তর : ক্ষুধা নিবারণের জন্য স্বাভাবিক অবস্থায় আমরা যা খাই তা-ই খাদ্য। অন্যভাবে বলা যায়, যা খেলে দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন করে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে। যেমন : চাল, ডাল, মাছ, সবজি, ফলমূল ইত্যাদি।

৩।        প্রধান তিনটি খাদ্য উপাদানের নাম কী?

            উত্তর : প্রধান তিনটি খাদ্য উপাদান হলো—শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ।

৪।        খাদ্যজাল কী?

            উত্তর : খাদ্যজাল : কোনো পরিবেশে অনেক খাদ্যশৃঙ্খল বিদ্যমান থাকতে পারে।

            এ খাদ্যশৃঙ্খলগুলো একটি অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

৫।        সুস্থ-সবল দেহের জন্য সবার কী ধরনের খাদ্য গ্রহণ করা প্রয়োজন?

            উত্তর : সুস্থ-সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।

৬।        প্রধান তিনটি খাদ্য উপাদানের নাম কী?

            উত্তর : প্রধান তিনটি খাদ্য উপাদান হলো—শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ।

৭।        আমরা কেন খাদ্য গ্রহণ করি?

            উত্তর : দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্য গ্রহণ করি।

৮।        সূর্য থেকে কিভাবে তাপ ও আলো পাই?

            উত্তর : সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই বিকিরণ পদ্ধতিতে।মন্তব্য