kalerkantho


এসএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

মো. আসাদুজ্জামান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১।  বাংলাদেশের কোন অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়?

    ক. চট্টগ্রাম

    খ. পঞ্চগড়

    গ. সিলেট

    ঘ. দিনাজপুর

২। ২০০৮-০৯ অর্থবছরে জুতা রপ্তানি করে বাংলাদেশ কত ডলার আয় করে?

    ক. ১৯ মিলিয়ন ডলার

    খ. ২৯ মিলিয়ন ডলার

    গ. ২১ মিলিয়ন ডলার

    ঘ. ২৭ মিলিয়ন ডলার

৩।  ২০০৮-০৯ সালে চামড়া বিক্রি করে বাংলাদেশ কত ডলার আয় করে?

    ক. ১৫ কোটি ডলার

    খ. ১৬ কোটি ডলার

    গ. ১৮ কোটি ডলার

    ঘ. ২৯ কোটি ডলার

৪।  বাংলাদেশের গার্মেন্টশিল্পের সঙ্গে প্রায় কত লোক নিয়োজিত?

    ক. ২০ লাখ

    খ. ৩০ লাখ

    গ. ৪০ লাখ

    ঘ. ৫০ লাখ

৫।  পৃথিবীতে কয়টি দেশ রয়েছে?

    ক. ১৯১টি

    খ. ১৯২টি

    গ. ১৯৩টি

    ঘ. ১৯৬টি

৬।  প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

    ক. ১৯১২ সালে

    খ. ১৯১৩ সালে

    গ. ১৯১৪ সালে

    ঘ. ১৯১৮ সালে

৭।  প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

    ক. ১৯১৪ সালে

    খ. ১৯১৮ সালে

    গ. ১৯১৯ সালে

    ঘ. ১৯২০ সালে

৮।  দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

    ক. ১৯১৪ সালে

    খ. ১৯১৮ সালে

    গ. ১৯৩৯ সালে

    ঘ. ১৯৪৫ সালে

৯।  দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

    ক. ১৯১৪ সালে

    খ. ১৯১৮ সালে

    গ. ১৯৩৯ সালে

    ঘ. ১৯৪৫ সালে

১০। লিগ অব নেশনস কখন গঠিত হয়?

    ক. ১৯১৮ সালে

    খ. ১৯২০ সালে

    গ. ১৯৩৯ সালে

    ঘ. ১৯২১ সালে

১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের কখন জাপানের হিরোশিমার ওপর আণবিক বোমা নিক্ষেপ করা হয়?

    ক. ৪ আগস্ট

    খ. ৬ আগস্ট

    গ. ৯ আগস্ট

    ঘ. ১২ আগস্ট

১২। জাপানের নাগাসাকির ওপর ১৯৪৫ সালের কখন বোমা নিক্ষেপ করা হয়?

    ক. ৪ আগস্ট

    খ. ৬ আগস্ট

    গ. ৯ আগস্ট

    ঘ. ১২ আগস্ট

১৩। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

    ক. ১৯১৮ সালে

    খ. ১৯৩৫ সালে

    গ. ১৯৪৪ সালে

    ঘ. ১৯৪৫ সালে

১৪। জাতিসংঘ দিবস কোনটি?

    ক. ১৫ জুন

    খ. ১২ অক্টোবর

    গ. ২৪ অক্টোবর

    ঘ. ২৪ নভেম্বর

১৫। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?

    ক. ৪০টি

    খ. ৫০টি

    গ. ৬০টি

    ঘ. ৬৫টি

১৬। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?

    ক. ১৯১টি

    খ. ১৯২টি

    গ. ১৯৩টি

    ঘ. ১৯৪টি

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গমন্তব্য